রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

হংকং সিক্সেসে ৫৪ রানে হেরে বিদায় বাংলাদেশ, রনির ফিফটিও যথেষ্ট হয়নি


হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।অস্ট্রেলিয়ার নির্ধারিত ৬ ওভার শেষে ১৪৯ রানের জবাব দিতে বাংলাদেশ থামে ৯৫ রানে।আবু হায়দার রনি ১৮ বলে ৫০ রানও দলকে জেতাতে পারেননি।

৮ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ 

হংকং সিক্সেসে ৫৪ রানে হেরে বিদায় বাংলাদেশ, রনির ফিফটিও যথেষ্ট হয়নি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৮ বলে ৭ ছক্কায় দুর্দান্ত ফিফটি হাঁকালেও আবু হায়দার রনির ইনিংস দলকে জয় এনে দিতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ৫৪ রানের পরাজয় দিয়ে শেষ হয়েছে টাইগারদের অভিযান।

শনিবার (১১ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ বোলাররা প্রতিপক্ষের শুরুটা কড়াকড়ি দিতে ব্যর্থ হন এবং নির্ধারিত ৬ ওভারে ১৪৯ রানের জুটি গড়ে দুই উইকেট হারায় অজিরা। ব্যাটসম্যান বেন ম্যাকডরমট ১৪ বলে ৮ ছক্কায় ৫১ রান করেন। অধিনায়ক অ্যালেক্স রস ১১ বলে ৫০ রান সংগ্রহ করেন। এছাড়া উইলিয়াম বসিস্তু ৬ বলে ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপ লক্ষ্য তাড়া করতে নেমেও নিরাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করে। প্রথম চার ব্যাটার কেউই দুই অঙ্কের সংগ্রহে পৌঁছাতে পারেননি। হাবিবুর রহমান সোহান ও জিসান আলম যথাক্রমে ২ বলে একটি করে ছক্কা হাঁকালেও আউট হন। অধিনায়ক আকবর আলী গোল্ডেন ডাকে ফেরেন।

শেষদিকে আবু হায়দার রনি ১৮ বলে ৭ ছক্কা ও ২ চারের সাহায্যে ৫০ রান অপরাজিত থাকলেও দলকে জয় এনে দিতে যথেষ্ট হয়নি। বাংলাদেশের ইনিংস ৬ ওভারে ৯৫ রানে থামে, ফলে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, রনির ঝড়ো ইনিংস ব্যতীত দলের ব্যাটিং বিভাগ পুরোপুরি ফ্লপ হয়েছে। বোলিং বিভাগও অজিদের বিপক্ষে যথেষ্ট প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়।