রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জ্বরের টিকা না নেওয়ায় আর্জেন্টিনার বাদ তিন খেলোয়াড়


অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা দলে বড় ধাক্কা লেগেছে। বাধ্যতামূলক হলুদ জ্বরের টিকা সংক্রান্ত নিয়ম না মানায় বাদ পড়েছেন হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।

১২ নভেম্বর ২০২৫, ৯:১৪ পূর্বাহ্ণ 

জ্বরের টিকা না নেওয়ায় আর্জেন্টিনার বাদ তিন খেলোয়াড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত নিয়ম না মানায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে।

বুধবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানায়, আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকার প্রমাণপত্র জমা দিতে না পারায় কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল থেকে তিনজনকে বাদ দেওয়া হয়েছে।

এর আগে হাঁটুর চোটে আগেই দল থেকে ছিটকে যান ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ। ফলে নতুন করে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ এবং উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া।

দলের সূত্রে জানা গেছে, নবাগত কেভিন ম্যাক অ্যালিস্টারের জাতীয় দলের জার্সিতে এ ম্যাচেই অভিষেক হতে পারে। তবে ইনজুরি থেকে সদ্য সেরে ওঠা লিসান্দ্রো মার্টিনেজ কেবল অনুশীলনে অংশ নেবেন, ম্যাচে খেলার সচলতি বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার মুখোমুখি হবে। এরপর মার্চে ফিনালিসিমার আগে স্কালোনির শিষ্যদের আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ম্যাচ শেষে বাকি চার দিন অনুশীলন ক্যাম্পেই কাটাবে তারা।ম্ভাবনা কম।