উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
১৪ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে ব্যাপক রদবদলের ধারাবাহিকতায় আরও ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এসব নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়। এর মধ্যে বেশ কিছু জেলায় দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে, আর কয়েকটি জেলায় নতুন কর্মকর্তা ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। পাঁচ দিন আগে নিয়োগ পাওয়া দুই ডিসির দায়িত্বও বাতিল করা হয়েছে। ফলে এক সপ্তাহের মধ্যেই মোট ৫০ জেলা নতুন ডিসি পেল।
এদিন চার বিভাগেও নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। খুলনা, রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহে তিনজন নতুন এবং একজনকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করা হয়েছে।
২৩ জেলায় নতুন ডিসি
প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হয়েছেন চট্টগ্রামের ডিসি। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসানকে লক্ষ্মীপুরে এবং পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফীকে মুন্সিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নেত্রকোনার ডিসি হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান। চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ। নওগাঁয় ডিসি হয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া খাগড়াছড়িতে মো. আনোয়ার সাদাত, কুমিল্লায় মু. রেজা হাসান, নারায়ণগঞ্জে মো. রায়হান কবির, পাবনায় শাহেদ মোস্তফা এবং ঢাকায় মো. রেজাউল করিমকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রংপুরের ডিসি করা হয়েছে মোহাম্মদ এনামূল আহসানকে। যশোরে মোহাম্মদ আশেক হাসান, মেহেরপুরে সৈয়দ এনামুল কবির, নোয়াখালীতে মুহাম্মদ শফিকুল ইসলাম, গাজীপুরে মোহাম্মদ আলম হোসেন, গাইবান্ধায় মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং কুড়িগ্রামে অন্নপূর্ণা দেবনাথকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মাদারীপুরে জাহাঙ্গীর আলম, মৌলভীবাজারে তৌহিদুজ্জামান পাভেল, বরিশালে মো. খায়রুল আলম সুমন, বরগুনায় তাছলিমা আক্তার এবং রাঙামাটিতে নাজমা আশরাফীকে ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
চার বিভাগে নতুন কমিশনার
একইসঙ্গে চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ. এন. এম. বজলুর রশিদ হয়েছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার।
ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান বরিশালের কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ফারাহ শাম্মী হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার।
আর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে বদলি করে পাঠানো হয়েছে খুলনা বিভাগে।
এক সপ্তাহে মাঠ প্রশাসনে বড় পরিবর্তন
এর আগে পাঁচ দিন আগে আরও ২৭ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। সব মিলিয়ে গত এক সপ্তাহে ৫০টি জেলায় জেলা প্রশাসকের পদে পরিবর্তন আনা হলো। নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ ও সমন্বয় জোরদার করতেই এই বৃহৎ রদবদল বলে জানা গেছে।