
গোয়ালন্দে ইমাম মেহেদী দাবিদার নুরাল পাগলের কবরকে
২ সপ্তাহ আগে
৪ আগস্ট ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
জিসাস কাফরুল থানার আহ্বায়ক এস এম এম্রুজ্জামান (মামুন) এর উদ্যোগে জিসাস কাফরুল থানা নতুন কমিটি, সকল সদস্যবৃন্দের পরিচিতি পর্ব ও ৫ আগস্ট এর চেতনা মর্মগাথায় আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান আগামীকাল ৫ আগস্ট সন্ধ্যা ৭ টায়, স্থান - নাইট কুইন চাইনিজ, সেনপাড়া পরবতা তে অনুষ্ঠিত হবে।
জিসাস কাফরুল থানা কমিটির আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কমিটির মাননীয় সভানেত্রী নাহিদ গুল নাহার ইভা আরো উপস্থিত থাকবেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যবৃন্দ।
৫ আগষ্ট রোজ মঙ্গলবার জিসাসের কাফরুল থানার কর্মী পরিচিতি সমাবেশ ও ৫ আগষ্টের চেতনায় আলোচনা সভা ও ৫ আগষ্টে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে জিসাসের সকল নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য জিসাস কাফরুল থানার আহ্বায়ক জনাব এস এম এম্রুজ্জামান (মামুন) আহবান করেছেন।