উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
১৫ নভেম্বর ২০২৫, ৫:৩৮ অপরাহ্ণ
ঢাকা জেলার কেরানীগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ৪৪টি খাসপুকুর ও জলাশয় সংস্কার, উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে এ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিন বর্জনে নাগরিকদের সচেতনতার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “সাধারণ মানুষ যদি পলিথিন ব্যবহার থেকে বিরত থাকে, তবে শরীর সুস্থ রাখার পাশাপাশি পরিবেশও রক্ষা করা সম্ভব। পাটের ব্যাগ বা কাপড়ের ব্যাগ ব্যবহারের বিকল্প নেই।”
পরিবেশ উপদেষ্টা আরও জানান, পরিবেশ ও স্বাস্থ্যের সুরক্ষার জন্য সমাজের সকল শ্রেণির মানুষকে একযোগে কাজ করতে হবে। সবাই এগিয়ে এলে পরিবেশকে আরও সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং ঢাকা বিভাগীয় কমিশনার সড়ফ উদ্দিন আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া।