রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচে জয়ে আর্জেন্টিনা


আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়ে চলতি বছর শেষ করেছে আর্জেন্টিনা। গোল করেছেন লাউতারো মার্তিনেস ও লিওনেল মেসি। ম্যাচজুড়ে আধিপত্য দেখালেও অ্যাঙ্গোলাও সুযোগ তৈরি করেছিল কয়েকবার। জাতীয় দলের হয়ে এটি মেসির ১১৫তম গোল।

১৫ নভেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ণ 

অ্যাঙ্গোলাকে ২–০ গোলে হারিয়ে বছরের শেষ ম্যাচে জয়ে আর্জেন্টিনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চলতি বছরের শেষ ম্যাচ খেলতে শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ছিল আফ্রিকার ফুটবল শক্তি অ্যাঙ্গোলা। র‍্যাঙ্কিং ও শক্তির বিচারে দুই দলের মাঝে ব্যবধান থাকলেও মাঠের লড়াইয়ে তা তেমন বোঝা যায়নি। তবে শেষ পর্যন্ত দুই অর্ধে দুই গোল করে ২–০ ব্যবধানে জয়ের হাসি নিয়ে বছর শেষ করে আলবিসেলেস্তেরা।

ম্যাচের শুরুর দিকে ঢিমেতালে খেললেও বলের দখলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। প্রথম ১০ মিনিটে পুরো সময়ই অ্যাঙ্গোলার অর্ধে খেলে আর্জেন্টিনা। তবে গোলের প্রথম শট নেয় স্বাগতিক দল, যা লক্ষ্যভ্রষ্ট হয়।

১৯তম মিনিটে গোলের দারুণ সুযোগ পায় আর্জেন্টিনা। মেসির নেওয়া শটটি ঠেকিয়ে দেন অ্যাঙ্গোলার গোলরক্ষক। এরপর ৩৯তম মিনিটে থিয়াগো আলমাদার কাটব্যাকে ফাঁকায় বল পেয়ে শট নেন মেসি, তবে তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অবশেষে ৪৩তম মিনিটে লিড পায় আর্জেন্টিনা। মেসির থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে প্রথম ছোঁয়ায় জোরালো শটে জাল খুঁজে পান লাউতারো মার্তিনেস।

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে সমতার সুযোগ পায় অ্যাঙ্গোলা। ডি-বক্সে অরক্ষিত অবস্থায় পাওয়া বলটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন লুভুম্বো।

শেষ পর্যন্ত ৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক লিওনেল মেসি। ডি-বক্সে ঢুকে শট নিতে গেলে ডিফেন্ডার বল ছিনিয়ে নিলেও তা আবার মার্তিনেসের পায়ে ফিরে আসে। তার কাছ থেকে পাস পেয়ে কোনাকুনি শটে জালে পাঠান মেসি। জাতীয় দলের হয়ে এটি তার ১১৫তম গোল।

এই জয়ে বছর শেষ করল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।