রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শিনজিয়াংয়ে বিশাল সোনার খনি আবিষ্কার, মজুত ১,০০০ টনেরও বেশি


চীনের শিনজিয়াংয়ের কুনলুন পর্বতমালায় এক হাজার টনেরও বেশি স্বর্ণের মজুতযুক্ত নতুন খনি আবিষ্কৃত হয়েছে। গত এক বছরের মধ্যে এটি চীনের তৃতীয় বিশাল সোনার খনি শনাক্তকরণ। বর্তমানে দেশটিতে উত্তোলনযোগ্য স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার টন।

১৫ নভেম্বর ২০২৫, ৮:২৯ অপরাহ্ণ 

শিনজিয়াংয়ে বিশাল সোনার খনি আবিষ্কার, মজুত ১,০০০ টনেরও বেশি
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

চীনের পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল এক সোনার খনির সন্ধান মিলেছে। দেশটির সরকারি ভূতাত্ত্বিকদের পরিচালিত সাম্প্রতিক জরিপে ধারণা করা হচ্ছে, এই খনিতে স্বর্ণের মজুত এক হাজার টনেরও বেশি হতে পারে—যা দেশটির সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বৃহত্তম আবিষ্কার।

৪ নভেম্বর প্রকাশিত একটি বৈজ্ঞানিক জার্নালে কাশগর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও জানান, পশ্চিম কুনলুন অঞ্চলে “হাজার টন স্কেলের একটি স্বর্ণবেল্টের রূপরেখা” স্পষ্টভাবে নির্ধারণ করা গেছে। গবেষকদের মতে, এ অঞ্চলে আরও গভীর অনুসন্ধান চালানো হলে স্বর্ণভাণ্ডারের পরিমাণ আরও বাড়তে পারে।

গত এক বছরের মধ্যে চীন তৃতীয়বারের মতো এত বড় মাপের সোনার খনি আবিষ্কার করল। এর আগে উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ এবং মধ্যাঞ্চলের হুনান প্রদেশে হাজার টনের বেশি মজুত সমৃদ্ধ দুটি খনি শনাক্ত করা হয়।

আন্তর্জাতিক খনি শিল্পের হিসাবে বর্তমানে চীনে উত্তোলনের জন্য অপেক্ষমাণ অবশিষ্ট স্বর্ণের পরিমাণ প্রায় ৩ হাজার টন। নতুন আবিষ্কারের ফলে ভবিষ্যতে চীনের স্বর্ণ উৎপাদন ও বৈশ্বিক বাজারে প্রভাব আরও বাড়তে পারে বলে বিশ্লেষকদের ধারণা।