উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
৫ নভেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ণ
টানা মেঘ-বৃষ্টি কাটিয়ে অবশেষে পরিষ্কার আকাশে দৃশ্যমান হয়েছে কাঞ্চনজঙ্ঘা। মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর থেকেই পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম এই পর্বতশৃঙ্গটি। হিমালয়ের তুষারঢাকা শুভ্র চূড়া আর সুনীল আকাশের এই মিলনমুহূর্ত উপভোগ করতে সকাল থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে ডাকবাংলো এলাকা ও মহানন্দা নদীর তীরে।
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রূপালি কাঞ্চনজঙ্ঘা যেন নতুন দিনের সৌন্দর্যে মোহিত করেছে স্থানীয় মানুষ ও আগত ভ্রমণপ্রেমীদের। কেউ ক্যামেরায় বন্দি করছেন মুহূর্তটি, কেউ আবার পরিবার নিয়ে উপভোগ করছেন শীতল বাতাস আর হিমালয়ের দৃশ্য।
স্থানীয়রা জানান, প্রতিবছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টিই কাঞ্চনজঙ্ঘা দেখার উপযুক্ত সময়। ইতোমধ্যে তেঁতুলিয়ার হোটেল ও রিসোর্টগুলোতে বাড়ছে পর্যটকদের বুকিং। ডাকবাংলো পিকনিক কর্নার ও মহানন্দা নদীর তীর থেকেই সবচেয়ে পরিষ্কার দেখা যায় শ্বেতশুভ্র শৃঙ্গটি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, “বাতাসে আর্দ্রতা কমে যাওয়ায় আকাশ পরিষ্কার হয়েছে। ফলে আজ কাঞ্চনজঙ্ঘা স্বচ্ছভাবে দেখা গেছে।”
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু জানান, “পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। যাতে তারা নির্বিঘ্নে হিমালয় দর্শন উপভোগ করতে পারেন।”
উল্লেখ্য, হিমালয়ের পূর্বাংশে নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘার উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট), যা এভারেস্ট ও কে-টু’র পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।