আজ রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন
৪ নভেম্বর ২০২৫, ৭:৫৩ অপরাহ্ণ
কাতারে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা রাইজিং স্টারস এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টকে সামনে রেখে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ক্রিকেটার ইয়াসির আলী চৌধুরী ও আবু হায়দার রনিও জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। পাশাপাশি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে উজ্জ্বল পারফরম্যান্স করা জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হাসান অহিন থাকছেন দলে।
অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন ও মৃত্যুঞ্জয় চৌধুরীও নির্বাচকদের আস্থায় জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড:
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন, রাকিবুল হাসান, মেহেরব হাসান অহিন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
গ্রুপ ও ম্যাচের সূচি:
বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে, তাদের প্রতিপক্ষ:
হংকং
আফগানিস্তান
শ্রীলঙ্কা
বাংলাদেশের ম্যাচগুলো:
১৫ নভেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১৭ নভেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৯ নভেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
সেমিফাইনাল: ২১ নভেম্বর
ফাইনাল: ২৩ নভেম্বর
(সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাতারের দোহায়)