আজ রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন
৫ নভেম্বর ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ণ
অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে লিভারপুল। সাম্প্রতিক সময়ে ফর্মহীনতার মধ্যে থাকা দলটি এই জয়ে ফেরাল আত্মবিশ্বাস, আর ম্যাচের একমাত্র গোল করে নায়ক হয়ে ওঠেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
ম্যাচের আগে লিভারপুল ছিল চাপের মধ্যে। শেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া দলটির বিপরীতে রিয়াল ছিল দুর্দান্ত ছন্দে—বার্সেলোনাকে হারিয়ে ও টানা গোল করে তারা ম্যাচে আসে ফেভারিট হিসেবেই। তবে নিজেদের মাঠে দারুণ লড়াই করে সব ধারণা পাল্টে দেয় লিভারপুল।
প্রথম থেকেই আক্রমণে এগিয়ে ছিল লিভারপুল। কিন্তু রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া একের পর এক সেভে দলকে ম্যাচে ধরে রাখেন। শবোসলাই, একিটিকে, ভ্যান ডাইক ও গাকপোর শট ফিরিয়ে বড় ব্যবধানের হার এড়ান তিনি। প্রথমার্ধের শেষ মুহূর্তে রিয়ালের হয়ে একমাত্র অন-টার্গেট শটটি করেন জুড বেলিংহাম, যা ঠেকিয়ে দেন লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি।
৬০তম মিনিটে শবোসলাইয়ের ফ্রি-কিক থেকে উঠে আসা বলে হেড ছুঁইয়ে গোল করেন ম্যাক অ্যালিস্টার। এই গোলই ম্যাচের নির্ধারক মুহূর্ত হয়ে ওঠে। ম্যাচের শেষদিকে গাকপোর শটও ফিরিয়ে দেন কোর্তোয়া, তবে সমতায় ফিরতে পারেনি রিয়াল।
ম্যাচে ইনজুরি কাটিয়ে ফেরেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড। যদিও তার দেয়ালচিত্র ভাঙচুর এবং দর্শকদের কিছু কটূ মন্তব্য ম্যাচের আগে দৃষ্টি কাড়ে, মাঠে তার উপস্থিতি লিভারপুলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়।
রিয়ালের আক্রমণভাগে অনুজ্জ্বল ছিলেন কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়র। কনর ব্র্যাডলি ও লিভারপুল রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ম্যাচে গোলশূন্য থাকে রিয়াল, যা চলতি মৌসুমে তাদের প্রথম গোলশূন্য সমাপ্তি।
চার ম্যাচ শেষে দুই দলেরই পয়েন্ট এখন সমান—নয়। আগের ছয় ম্যাচে পরাজয়ের পর টানা দ্বিতীয় জয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিল লিভারপুল।