বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

বেলজিয়ামকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জয়ে শুরু আর্জেন্টিনার


অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়ে জয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা।রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেলের গোলেই জয় নিশ্চিত করে তারা।তবে বড় ব্যবধানে জেতায় তিউনিসিয়া গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে রয়েছে।

৪ নভেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ণ 

বেলজিয়ামকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে জয়ে শুরু আর্জেন্টিনার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে মরক্কোর কাছে হারের হতাশা পিছনে ফেলে নতুন মিশনে নেমেছে আর্জেন্টিনা। কাতারে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখেছে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের সূচনালগ্নে বেলজিয়ামকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল তারা দুর্দান্তভাবে।

আর্জেন্টিনার হয়ে গোল করেন রামিরো তুলিয়ান, ফাকুন্দো জাইনিকোস্কি ও ফেলিপে এস্কুইভেল। অপরদিকে বেলজিয়ামের পক্ষে গোল শোধ করেন আর্থুর ডি কিম্পে ও স্ট্যান নের্ত।

তবে জয় দিয়েও গ্রুপের শীর্ষে উঠতে পারেনি আর্জেন্টিনা। একই গ্রুপে ফিজিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গোল ব্যবধানে এগিয়ে আছে তিউনিসিয়া।

ইতিহাস বলছে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মঞ্চে এখনো পর্যন্ত ফাইনাল খেলতে পারেনি আর্জেন্টিনা। তিনবার তৃতীয় স্থানই তাদের সেরা সাফল্য। সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্য নিয়েই এবারের আসরে শক্তিশালী শুরু করল দলটি।

আস্পিরে জোনের মাঠে ম্যাচের ৩৬তম মিনিটে তুলিয়ানের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে বেলজিয়াম। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে নের্তের গোলে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে ৬৯ মিনিটে জাইনিকোস্কি সমতায় ফেরান দলকে। দুই মিনিট পর এস্কুইভেলের গোল নির্ধারিত করে ম্যাচের ফলাফল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সবচেয়ে সফল দল নাইজেরিয়া (৫টি শিরোপা)। চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিল রয়েছে দ্বিতীয় স্থানে।

এদিকে আজ (৪ নভেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস। আর রাত ৮টা ৪৫ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে কলম্বিয়ার।