বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ইনজুরি কাটিয়ে ফিরেও দলে নেই নেইমার, ব্রাজিলের প্রীতি ম্যাচ স্কোয়াড চূড়ান্ত


ব্রাজিল দুই প্রীতি ম্যাচের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছে, যেখানে নেইমার দলে নেই।ফ্যাবিনহো ফিরেছেন, নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন লুসিয়ানো জোবা।১৫ ও ১৮ নভেম্বর সেনেগাল ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

৪ নভেম্বর ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ণ 

ইনজুরি কাটিয়ে ফিরেও দলে নেই নেইমার, ব্রাজিলের প্রীতি ম্যাচ স্কোয়াড চূড়ান্ত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুত করতে চলতি নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল। ১৫ নভেম্বর সেনেগাল ও ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ উদ্দেশে ব্রাজিল দলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

নেইমার নেই, ফিরলেন ফ্যাবিনহো ও ভিতর রক । 

দীর্ঘ ইনজুরি শেষে মাঠে ফিরলেও দলে নেই ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্যাবিনহো। অন্যদিকে পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে তরুণ ফরোয়ার্ড ভিতর রকও ফিরেছেন দলে।

প্রথমবারের মতো ডাক পেলেন লেফট-ব্যাক লুসিয়ানো জোবা । বাহিয়ার লেফট-ব্যাক লুসিয়ানো জোবা প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা পেয়েছেন। চলতি মৌসুমে ২৮ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করে নজর কাড়েন এই তরুণ ডিফেন্ডার।

স্কোয়াড থেকে বাদ ও ইনজুরির আপডেট 

সর্বশেষ জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিংটন, জোয়াও গোমেস, গাব্রিয়েল মার্তিনেল্লি এবং ইগো জেসুস।
ইনজুরির কারণে এবারও স্কোয়াডে নেই গোলরক্ষক আলিসন এবং ফরোয়ার্ড রাফিনিয়া।

প্রীতি ম্যাচ সূচি

১৫ নভেম্বর: ব্রাজিল বনাম সেনেগাল, ভেন্যু – এমিরেটস স্টেডিয়াম, লন্ডন

১৮ নভেম্বর: ব্রাজিল বনাম তিউনিসিয়া, ভেন্যু – লিল, ফ্রান্স

ব্রাজিল দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, উগো সোসা । 
ডিফেন্ডার: মারকুইনহোস, আলেক্স সান্দ্রো, গ্যাব্রিয়েল মাগালহায়েস, এদের মিলিতাও, কাইয়ো এনরিকে, দানিলো, ফাব্রিসিও ব্রুনো, লুসিয়ানো জোবা, পাওলো হেনরিক, ওয়েজলি । 
মিডফিল্ডার: ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, আন্দ্রে । 
ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, ভিতর রক ।