রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ফুলের রাজা তো গোলাপ, তবে ফুলের রানী কাকে বলে?


৭ ডিসেম্বর ২০২৩, ৯:৪৯ অপরাহ্ণ 

ফুলের রাজা তো গোলাপ, তবে ফুলের রানী কাকে বলে?
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

আজকাল যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি করা হয়। তাই মেধাবী ছাত্র-ছাত্রীরা নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। এছাড়া এগুলি মানুষের নলেজের পরিধিকে বাড়িয়ে তুলতেও সম্ভব। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল এক নজরে দেখে নিন।

১) প্রশ্নঃ জানেন বিড়ি তৈরি হয় কোন গাছের পাতা থেকে?
উত্তরঃ পান্ডুল গাছের পাতা থেকে বিড়ি তৈরি করা হয়।

২) প্রশ্নঃ বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় বক্সা জাতীয় উদ্যানটি অবস্থিত।

৩) প্রশ্নঃ দুর্গাপুর স্টিল প্লান্ট কোন পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় গড়ে উঠেছে?
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৫৬ — ১৯৬১ সাল)।

৪) প্রশ্নঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল?
উত্তরঃ ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব ছিল বর্গ কিমিতে ৩৮২ জন।

৫) প্রশ্নঃ কবে তেলেঙ্গানা ভারতের রাজ্য হিসেবে ঘোষিত হয়েছিল?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ ভেঙে ২০১৪ সালে তেলেঙ্গানা (Telangana) রাজ্যের সৃষ্টি হয়।

৬) প্রশ্নঃ ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি?
উত্তরঃ ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হল দার্জিলিংয়ের সিড্রাপং জলবিদ্যুৎ (Sidrapong Hydroelectric) কেন্দ্র (১৮৯৭ সাল)।

৭) প্রশ্নঃ সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয় কোন আলোতে?
উত্তরঃ লাল আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেষ হয়।

৮) প্রশ্নঃ জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করা আমাদের কোন ধরনের কর্তব্য?
উত্তরঃ এটা আমাদের মৌলিক কর্তব্য।

৯) প্রশ্নঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (The Reserve Bank of India) কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ ১৯৩৫ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়েছিল।

১০) প্রশ্নঃ ফুলের রাজা তো গোলাপ, কিন্তু ফুলের রানী কাকে বলে জানেন?
উত্তরঃ ভারতের জুঁইফুলকে (Jasmine) ফুলের রানী বলা হয়।