উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
১৫ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ণ
বরিশালে হাফভাড়া না নেওয়াকে কেন্দ্র করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্রজমোহন (বিএম) কলেজের কয়েকশ শিক্ষার্থী টার্মিনালে হামলা চালিয়ে অর্ধশতাধিক বাস ভাঙচুর করেন। হামলা চলে প্রায় দুই ঘণ্টা। এ সময় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হলে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের অভিযোগ, শ্রমিকদের হামলায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে পরিবহণ শ্রমিকরা দাবি করেছেন, উশৃঙ্খল শিক্ষার্থীদের হামলায় তাদের ২০–২৫ জন শ্রমিক আহত হয়েছেন।
পরিবহণ শ্রমিক নেতা আরজু মৃধা বলেন, কলেজ বন্ধের দিন হওয়া সত্ত্বেও বরিশাল–মুলাদী রুটে এক শিক্ষার্থী হাফভাড়া দিতে চাইলে তার সঙ্গে শ্রমিকের বাকবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে সন্ধ্যায় কয়েকশ শিক্ষার্থী টার্মিনালে এসে ব্যাপক ভাঙচুর চালায় এবং একটি বাসে আগুন দেয়। এ সময় ১৫–২০ শ্রমিককে মারধর করে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
অন্যদিকে শিক্ষার্থীরা জানান, হাফভাড়া তাদের অধিকার। মুলাদী থেকে বরিশালে আসার পথে এক শিক্ষার্থী হাফভাড়া চাইলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে তারা টার্মিনালে বিচার চাইতে গেলে শ্রমিকরাই উল্টো তাদের ওপর হামলা চালায়। শিক্ষার্থীদের দাবি, শ্রমিকরাই বাস ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটিয়ে দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে।
রাত পৌনে ৯টার দিকে বিএম কলেজের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। একই সময়ে সেনা সদস্যরা পৌঁছালে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।