উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
১৫ নভেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ
পাথওয়ে'র নির্বাহী পরিচালক মোঃ শাহিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি সমাজসেবামূলক কাজের অভিজ্ঞতা, মানুষের সাথে সম্পর্ক এবং তার ব্যক্তিগত দায়বদ্ধতা নিয়ে খোলামেলা প্রকাশ করেছেন।
তার বক্তব্যে তিনি পরিষ্কারভাবে জানান-
তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য নন, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং কোনো পক্ষের সঙ্গে তার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততাও নেই।
তিনি বলেন, "আমি একজন সমাজকর্মী - সমাজের উন্নয়নই আমার কাজ ও দায়িত্ব। মানুষের পাশে থাকা, সংকটে সহায়তা করা - এটাই আমার জীবনযাত্রার অংশ হয়ে গেছে। দায়িত্ব ও পেশাগত কাজের বাইরে মানবিক সম্পর্কই তাকে সবচেয়ে বেশি শক্তি জোগায়।"
মোঃ শাহিন ভালো কাজ করতে গেলেই নানা দিক থেকে বাধা এসে দাঁড়ায় - কখনো সন্দেহ, কখনো সমালোচনা, কখনো অপপ্রচার উল্লেখ করতে গিয়ে বলেন, সমাজকর্মীদের স্থানীয় কাঠামোর সঙ্গে কাজ করতে হয়; উন্নয়নমূলক কাজ করতে গিয়ে জনপ্রতিনিধি বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা অপরিহার্য। তিনি বলেন, "যারা রাজনৈতিক করেন, তারা দেশের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন। আমরাও দেশের উন্নয়ন নিয়ে কাজ করি। কিন্তু সেটাকে রাজনৈতিক রূপ দেয়া গুজব ছাড়া আর কিছুই নয়।"
তার সাথে মোবাইল ফোন এই বিষয়ে জানতে চাইলে তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উক্তি বলেন, "যে ভালো কাজ করে, তার শত্রু বেশি; আর যে মন্দ কাজ করে, তার বন্ধু বেশি।" তিনি সকলের কাছে নিজের জন্য দোয়া চেয়ে বলেন, "আল্লাহর রহমতে শেষ নিশ্বাস পর্যন্ত মানবিক কাজ চালিয়ে যাবো"।