উপকূলের শিশুদের দুর্যোগের আগাম পূর্বাভাসভিত্তিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে মেট ক্লাব উদ্বোধন
১৪ নভেম্বর ২০২৫, ১:১৪ অপরাহ্ণ
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ) সারা দেশের বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দাবি জানিয়েছে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিযুক্ত করতে হবে। এছাড়া, রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের পরিবারের ওপর হামলায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে রবিবার থেকে বিচারকরা একযোগে কলম বিরতি পালন করবেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, রাজশাহীতে বিচারকের বাসভবনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তার ছেলে নিহত ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করে জানিয়েছে, বিচারকদের পরিবার ও নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকারভিত্তিতে নেওয়া প্রয়োজন।
বিচারকরা দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের পর্যাপ্ত সরকারি আবাসন ও যাতায়াত ব্যবস্থা না থাকার বিষয়টি নিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। অ্যাসোসিয়েশন মনে করছে, বিচারকরা রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত থাকলেও নিজেদের নিরাপত্তার জন্য সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।