বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


রাজশাহী বিএনপির মঞ্চে আওয়ামীপন্থী শিল্পী, ফেসবুকে সমালোচনার ঝড়


আওয়ামী লীগের প্রচারণার গায়ক বিএনপির মঞ্চে, প্রশ্ন তৃণমূল নেতাকর্মীদের
রাজশাহী বিএনপির মঞ্চে আওয়ামীপন্থী শিল্পী, ফেসবুকে সমালোচনার ঝড়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দীর্ঘ ১৭ বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির গুরুত্বপূর্ণ সম্মেলনের মঞ্চে গান পরিবেশন করেছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ভগ্নিপতি কণ্ঠশিল্পী গৌরব হোসেন তুষার। আওয়ামী লীগের প্রচারণামূলক মঞ্চে গান গাওয়ার দীর্ঘ ইতিহাস থাকা এই শিল্পীকে বিএনপির রাজনৈতিক মঞ্চে দেখা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিস্ময় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি এবং ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে গৌরব গান পরিবেশন করেন। স্থানীয় সূত্র জানায়, গৌরবের স্ত্রী সেতু পলকের ফুফাতো বোন। প্রতিমন্ত্রী থাকাকালে পলক তাকে সরকারি মোবাইল ফাইন্যান্স সেবা ‘নগদ’-এ চাকরি দেন।

গৌরবের ফেসবুক ঘেঁটে দেখা গেছে, পলকের সঙ্গে অসংখ্য ছবি, নৌকা মার্কায় ভোট চাওয়ার পোস্ট এবং আওয়ামী লীগের প্রচারণামূলক কন্টেন্ট শেয়ার করেছেন তিনি। এছাড়া পলক তার মিউজিক ভিডিও শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন—যার স্ক্রিনশটও গৌরব নিজের টাইমলাইনে রেখেছেন।

স্থানীয় নেতাকর্মীদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “গৌরব এবং তার পরিবার কট্টর আওয়ামীপন্থী। রাজশাহীতে কণ্ঠশিল্পীর অভাব পড়েনি যে বিএনপি এমন একজনকে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আনবে। আওয়ামী লীগের প্রচারক দিয়ে বিএনপির প্রচারণা চালানো স্বপ্নেও ভাবিনি।”

ফেসবুকে জসিম উদ্দিন নামে একজন লিখেছেন, “সাবেক ছাত্রলীগ কর্মী ও সাবেক মন্ত্রী পলকের বোন জামাই গৌরব হোসেন একজন কট্টর আওয়ামী লীগ সমর্থক। আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় তিনি দায়িত্ব পালন করেছেন।”

জেলা যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ (রজার্স সাব্বির) অভিযোগ করে লিখেছেন, “গৌরব সাবেক যুবলীগ ও ছাত্রলীগ নেতা, বিপ্লবী জুলাইয়ের ঘাতক এমপি পলকের বোন জামাই। কিছু নেতার প্রচেষ্টায় তিনি আজ বিএনপির সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছেন, যার হাতে খুঁজলে আমাদের ভাইদের রক্ত পাওয়া যাবে।”

এ বিষয়ে কিশোর আপন মন্তব্য করেন, “কিছুদিন আগেও আলুপট্টিতে বিএনপির প্রোগ্রামে কালচারাল ইভেন্টের দায়িত্বে ছিলেন গৌরব।” সৌদিয়া জামান মিম নামে একটি আইডি থেকে লেখা হয়, “আওয়ামী লীগের সময় যারা কাজ করেছে, বিএনপির সময় তারাই কাজ করবে—শুভকামনা।”

যোগাযোগ করা হলে গৌরব হোসেন তুষার বলেন, “আমি শিল্পী মানুষ। দাওয়াত পেয়েছি, পেমেন্ট পেয়েছি, অনুষ্ঠান করেছি। আমাকে যে পেমেন্ট দেবে, তার অনুষ্ঠানে গান গাইব।”

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

রোববার সকালে শুরু হওয়া সম্মেলনের উদ্বোধনী পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিকেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।