বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু আজ


ত্রিশালে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী শুরু আজ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন ঘিরে তিন দিনের অনুষ্ঠানটি ত্রিশালে সৈয়দ নজরুল অডিটোরিয়ামে আজ শুরু হচ্ছে এই নজরুল জয়ন্তী। যা চলবে টানা তিনদিন ব্যাপী।

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুল গ্রামীণ মেলা। আলোচনা সভায় অংশ নেবেন নজরুল গবেষক, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ অঞ্চলের সংসদ সদস্যবৃন্দগন।

নজরুলের কবিতায় প্রাণে জাগাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি, নজরুলসংগীতের ঝংকার আর নৃত্যে মেতে উঠবেন দর্শক। সরকারি নজরুল একাডেমি মাঠে বসবে নজরুল গ্রামীণ মেলা। মেলায় বসবে নানা রকমের গ্রামীণ মাটির তৈরি আসবাবপত্র, নানা রকম হাতের তৈরি জিনিসপত্র সহ ছোটদের খেলনা, কচিকাচাবাচ্চাদের পড়ার বই, নাগরদোলা, আরও পাওয়া নানা কবি নজরুলের লেখা নানা প্রকার বই ইত্যাদি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, প্রাণের কবির ১২৫তম জন্মজয়ন্তী উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কবি নজরুলের বাল্যস্মৃতিবিজড়িত দর্শনীয় স্থানগুলো দেখতে আসা নজরুলপ্রেমীদের আগমনে মুখরিত হোক ত্রিশাল।

উল্লেখ যে, ১৯১৪ সালে নজরুল প্রতিভায় বিমুগ্ধ দারোগা রফিজউল্লাহর মাধ্যমে প্রথম ময়মনসিংহ আসেন। আলাউদ্দিন আল আজাদের লেখায় পাওয়া যায়, ১৯১৪ সালে কাজী রফিজউল্লাহ দারোগা নজরুলকে ভর্তি করানোর জন্য তাঁর পাশের বাড়ির ছেলে কাজী ইসমাইলের সাথে ময়মনসিংহের সিটি স্কুলে পাঠান। নজরুলের না-কি স্কুলটি পছন্দ হয়েছিল কিন্তু জায়গীর না পাওয়ায় ওই স্কুলে পড়ার সৌভাগ্য হয়নি নজরুলের। একই সালের জুন মাসে কাজী নজরুল ইসলাম ও ছোট ভাই কাজী আবুল হোসেনকে দরিরামপুর ইংরেজি হাইস্কুলে (বর্তমানে নজরুল একাডেমি) ভর্তি করান দারোগা সাহেব।