শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

যবিপ্রবির মাগুরা জেলা অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে নিশান ও মেহেদী


যবিপ্রবির মাগুরা জেলা অ্যাসোসিয়েশন এর নেতৃত্বে নিশান ও মেহেদী
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

যবিপ্রবির মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ছাত্র রাব্বাত হাসান নিশান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র মেহেদী হাসান।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে উক্ত কমিটি ঘোষণা করেন মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুজ্জামান জাহিদ। প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি বলেন, মাগুরা জেলা অ্যাসোসিয়েশন একটি ঐতিহ্যবাহী সংগঠন। বরাবরের ন্যায় এবারেও সুন্দর ভাবে ইফতার মাহফিল আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান। এবং মাগুরা জেলার সকলকে নিয়ে তিনি একসাথে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন আমি আশা করি পবিত্র ঈদুল ফিতরের পরে একটি পূর্ণমিলনী আয়োজনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী ও প্রাণবন্ত করবে। তিনি শিক্ষার্থীদের মাগুরা জেলার সকলকে একসাথে কাজ করতে আহবান জানান। এবং নবগঠিত কমিটির সকলকে তিনি অভিনন্দন জানান।

নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি পবিত্র সাহা, জেনিথ মাশরাফি, হাসান শিকদার ও বিক্রমজিৎ বিশ্বাস। যুগ্ন সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান, তৌফিক ইকবাল, সানজিদা রহমান ঐশী ও শায়ন রায়। সাংগঠনিক সম্পাদক শেখ মাওয়াজ রাজা, বিভাস মন্ডল, স্নেহাশিস বকশি উৎস ও শিবাজি শেখর বিশ্বাস।

এছাড়াও অর্থ সম্পাদক উৎস সাহা অয়ন, প্রচার সম্পাদক পল্লব বিশ্বাস, দপ্তর সম্পাদক রাবেয়া সুলতানা সুমনা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাহফুজ রাসেল, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রেজোওয়ান ইসলাম জিহাদ, ছাত্রী কল্যাণ সম্পাদক জুবাইদা রোদেলা এবং সদস্য পদে প্রান্ত দাস, তাজকীয়া দীনা, চয়ন রায়।

মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের  বিদায়ী সভাপতি আসিফ আল মাহমুদের সভাপতিত্বে  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং যবিপ্রবির সহকারী প্রক্টর দেবাশীষ রায়, একাউন্টিং এর ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন, গনিত বিভাগের শিক্ষক আসিফ আরেফিন, ফি ফয়সাল আহমেদ, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর উজ্জ্বল চন্দ্র সূত্রধর প্রমুখ।

নতুন কমিটির মাধ্যমে মাগুরা জেলা অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আরও সু সংগঠিত হবে এমনটাই আশা সকলের।