আজ রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন
২৯ মার্চ ২০২৪, ২:৪৯ অপরাহ্ণ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে দুটি মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। বৃহস্পতিবার (২৮শে মার্চ) সন্ধ্যা ৮:৩০ মিনিটের দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে সৈকত হোটেল সংলগ্ন ভেসে আসে কচ্ছপ।
কচ্ছপ দুটি ৩ দিন আগে মারা যেতে পারে বলে ধারণা করছেন ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। তার আরো বলেন,এ সময় সৈকতে কচ্ছপটি দেখতে পান। অপরদিকে ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, আমরা কয়েকজন মিলে সী বিচে হারতে ছিলাম তখন দেখি জোয়ারের পানিতে মৃত্যু কচ্ছপটি ভেসে আসে।
পরে বন বিভাগ ও বুল্লু গার্ড সদস্যদের নিয়ে কচ্ছপ দুটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করি যাতে পরিবেশের কোন ক্ষতি না হয় দুর্গন্ধ না ছড়াতে পারে।
ওয়ার্ল্ড ফিসের ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক সাগরিকা স্মৃতি জানান, এই কচ্ছপ দুটি জলপাই রংয়ের মা কচ্ছপ। সমুদ্রে ট্রলিং ট্রলারের জালের টোনে আটকে মারা যেতে পারে। তারা এ বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
মহিপুর বন বিভাগের কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন,ডলফিন রক্ষা কমিটির সদস্যদের কাছ থেকে খবর পেয়ে বন কর্মীদের নিয়ে ঘটনাস্থানে আমি চলে এসেছি। যাতে পচে দুর্গন্ধ না আসে এ জন্য মাটি চাপা দেওয়া হয়েছে।