আজ রাতে দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন
২০ ফেব্রুয়ারি ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ
নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার দায়ে দুই ইট ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও একজনের ১৫ দিনের কারাদণ্ড |
নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার দায়ে দুই ইট ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা ও একজন ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার বাঙ্গালীপুর পুকুরপাড় নামক এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন জেলা প্রশাসনকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ।
এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। জরিমানাকৃত ভাটা মালিকরা হলেন-মেসার্স এন আর বি ব্রিকস এর মালিক মোঃ সফিকুর রহমান ও মেসার্স আর এস বি ব্রিকস এর মালিক মোঃ দিল মোহাম্মদ।
সহকারী পরিচালক কমল কুমার বর্মন জানান, 'অবৈধভাবে তারা কৃষি জমির মাটি কেটে করে ইটভাটা পরিচালনা করছিল। এতে করে কৃষি জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে। তাই দুই ভাটা মালিককে কৃষি জমির মাটি ভাটায় ব্যবহার করার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে মোট ৩লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এন আর বি ব্রিকস এর মালিককে নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপন করে পরিচালনা করার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।'
এ সময় ইটভাটা দুইটির কিলন স্কেভেটর দিয়ে ভেঙ্গে দেয়াসহ ফায়ার সার্ভিসের মাধ্যমে কিলনে পানি দিয়ে আগুন নেভানো হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট নষ্ট করা হয়। এছাড়াও তাদের কৃষি জমির সংগ্রহ না করার জন্য শতর্ক করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরাও ছিলেন।