শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

ওসি লিয়াকত আলীকে নিয়ে অপপ্রচার: কুচক্রী মহলের ষড়যন্ত্রে উত্তাল বন্দর


বন্দর থানার ওসি লিয়াকত আলীর বিরুদ্ধে কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সূত্র জানায়, অপরাধ ও মাদকবিরোধী অভিযানে তার কঠোর ভূমিকার কারণেই এই ষড়যন্ত্র হচ্ছে।

৯ অক্টোবর ২০২৫, ১১:২২ অপরাহ্ণ 

ওসি লিয়াকত আলীকে নিয়ে অপপ্রচার: কুচক্রী মহলের ষড়যন্ত্রে উত্তাল বন্দর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ পুলিশ–এর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীকে নিয়ে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, বিশেষ সুবিধা না পেয়ে ওই মহলটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে।

গত কয়েকদিন ধরে ওসি লিয়াকত আলীকে জড়িয়ে নানা ধরনের অভিযোগ সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এসব অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সূত্র।

সূত্র মতে, গত মাসে পুলিশের বিশেষ অভিযান “ডেভিল হান্ট”-এ বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি আমির ফয়সাল অপুকে গ্রেপ্তারের পর থেকেই একটি সুবিধাবাদী গোষ্ঠী ওসির বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। এই গোষ্ঠীর প্ররোচনায় ‘দৈনিক আজকের কণ্ঠ’ নামের একটি ফেসবুক পেজে বিভ্রান্তিমূলক পোস্ট ও ভিডিও ছড়ানো হচ্ছে।

ওসি লিয়াকত আলী বলেন, “মাদক, সন্ত্রাস ও অপরাধ দমন করা আমার দায়িত্ব। ব্যক্তিগত স্বার্থে কেউ মিথ্যা অপপ্রচার চালালেও আমি পিছু হটব না। সাংবাদিকদের অনুরোধ করব, যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করুন।”

২০২৫ সালের ২২ জুন বন্দর থানায় যোগদানের পর থেকে ওসি লিয়াকত আলী ৬৯টি মাদক মামলা দায়ের করেছেন এবং শতাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছেন। এছাড়া হত্যা ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি গ্রেপ্তার এবং অপরাধ দমনে তিনি এলাকাবাসীর আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

এর আগে তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, তার কঠোর অবস্থান ও অপরাধ দমনমূলক তৎপরতায় ক্ষুব্ধ হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই অপপ্রচার চালাচ্ছে। তাদের মতে, এই ধরনের ষড়যন্ত্র আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই করা হচ্ছে।