
গোয়ালন্দে ইমাম মেহেদী দাবিদার নুরাল পাগলের কবরকে
২ সপ্তাহ আগে
৩০ জুলাই ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ১ এ দালালদের দৌরাত্ম বেড়ে যাওয়ায় ভ্রাম্যমান আদালত -৭ এক বিশেষ অভিযান পরিচালনা করে। আজ ৩০ জুলাই বুধবার অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ঢাকা মেট্রো সার্কেল ১ এর নিরাপত্তার দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার মোঃ সোহেল রানা এবং সঙ্গীয় সদস্য আনসার মোঃ হুমায়ুন ও মোঃ সোহেল দুই (২)জনকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালত - ৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইব্রাহিম খলিল দালালি কাজে জড়িত থাকার অভিযোগে মোঃ আল আমিন (৩২), পিতা রমজান আলী, ঠিকানাঃ নালিতা বাড়ি, শেরপুর কে ১৫ দিনের সাজা প্রদান করে এবং অন্য এক (১) জন কে দালালি কাজে প্রমান না পাওয়ায় ছেড়ে দেয়া হয়।
আজকের প্রসঙ্গের সাথে আলাপকালে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর নিরাপত্তার দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডার মোঃ সোহেল রানা বলেন, আমি যতদিন দায়িত্বে আছি ততদিন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল- ১ এর চিহ্নিত দালালদেরকে আইনের হাতে ধরিয়ে দিতে চেষ্টা করে যাব।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ গ্রাহক সেবার মান বাড়াতে এবং দালালদের দৌরাত্ম কমাতে নিয়মিতভাবে ভ্রাম্যমান আদালত অভিযান অব্যাহত রেখেছে। আর এতে করে গ্রাহকদের ভোগান্তি কমবে এবং সেবার মান বাড়বে বলে মন্তব্য করলেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবা গ্রহিতা।