বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


অতিরিক্ত ভাড়া আদায়ে সাকুরা পরিবহন কে ভোক্তা অধিকারের জরিমানা


৩০ এপ্রিল ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ 

অতিরিক্ত ভাড়া আদায়ে সাকুরা পরিবহন কে ভোক্তা অধিকারের জরিমানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

 গাড়িতে অতিরিক্ত ভাড়া আদায় করতে গিয়ে জরিমানা গুনতে হল সাকুরা পরিবহণ কে। বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে ,র নির্বাহী পরিচালক গত বছর ১ মার্চ ২০২৪ অন লাইন প্লাটফর্ম থেকে সাকুরা পরিবহনের একটি টিকেট বুকিং করেন এবং পরবর্তীতে  নিদিষ্ট তারিখ ৫-৩-২৪ বরগুনা জেলার আমতলী হইতে  ঢাকার উদ্দেশ্যে সাকুরা পরিবহনে যাত্রা করেন। সে সময় তিনি স্টাফদের কাছে জানতে চান সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কেন? তারা বলেছেন আমরা কোন অতিরিক্ত ভাড়া নেইনি। যা সম্পূর্ণ মিথ্যা বলছেন স্টাফরা !

আমতলী টু ঢাকা সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে ৭৬৮/ টাকা ,অথচ টিকেটের দাম নিয়েছে ৮০০/ টাকা। যা টিকেটের গায়ে স্পষ্ট করে লেখা রয়েছে। অথচ বাস মালিকগন কথা দিয়েছিলেন নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করবেন না, আর এজন্যেই সংস্থাটির প্রধান প্রতিবাদ করেন এবং জাতীয় ভুক্তা অধিকারের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সাকুরা পরিবহনের নামে অভিযোগ করেন।

জাতীয় ভুক্তা অধিকার প্রতিষ্ঠান এ বিষয়ে সত্যতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে সাকুরা পরিবহনকে ২০০০/ টাকা জরিমানা করে। আর সেই সাথে অভিযোগকারীর অভিযোগ প্রমানিত হওয়ায় অভিযোগকারী জাতীয় ভুক্তা অধিকার আইন ২০০৯ এর ধারা ৭৬(৪) অনুযায়ী জরিমানার ২৫% ফেরত পেয়েছেন ।

এ বিষয়ে কথা হয় সংস্থাটির নির্বাহী পরিচালক মোঃ শাহিন এর সাথে। তিনি বলেন, আইন সকলের জন্য সমান। আসুন আমরা সকলেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।