বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


দেশের ১২ জন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের রাশিয়া গমন


১৯ এপ্রিল ২০২৫, ১:৫৬ অপরাহ্ণ 

দেশের ১২ জন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জনের রাশিয়া গমন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

অর্থোপেডিক ও ট্রমাটোলজিতে ইলিজারভ পদ্ধতির প্রয়োগ সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশের ১২ জন অর্থোপেডিক সার্জন রাশিয়ার কুরগান অবস্থান করছেন।

অর্থোপেডিক, আর্থ্রোস্কপিক, আর্থোপ্লাস্টি, স্পাইন, ইলিজারভ ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ সাহিদুর রহমান খান এর নেতৃত্বে উক্ত চিকিৎসক টিমে আরও আছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের অর্থোপেডিক সার্জন ডা: মো: মারুফ আল হাসান, ডা: মাহফুজুল হক সেনিন, ডা: শহীদুল ইসলাম চৌধুরী সৈকত, ডা: তাপস মন্ডল, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ডা: নিত্য রঞ্জন বালো ,জামালপুর মেডিকেল কলেজের ডা: বিপ্লব মজুমদার ,নেত্রোকোনার ডা: আজিজুল হক ,চট্রগ্রাম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মাইন উদ্দিন মজুমদার, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের ডা: দেলোয়ার হোসেন, বাংলাদেশ স্পেশালাইড হাসপাতালের ডা: সাইফ মাহমুদ, টাংগাইল মেডিকেল কলেজের ডা: শরীফুল ইসলাম প্রমুখ।

চিকিৎসকগন সেখানে "Ilizarov Method in Traumatology & Orthopaedics" বিষয়ে ফেলোশিপ ট্রেনিং গ্রহন করবেন।

বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অর্থোপেডিক সার্জনগন সেখান থেকে উচ্চতর ডিগ্রী নিয়ে থাকেন। বর্তমানে বাংলাদেশ, আজারবাইজান, চায়না, কাজাকস্থান, ইতালি সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে চিকিৎসকগন ইলিজারভ সেন্টারে উচ্চতর ট্রেনিং গ্রহণ করছেন।

এ বিষয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডা. মোঃ সাহিদুর রহমান খান বলেন, অর্থোপেডিক সার্জারীতে ইলিজারভ পদ্ধতির প্রয়োগ চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী অগ্রগতি। ইলিজারভ চিকিৎসা হল অর্থোপেডিক সার্জারির একটি বিশেষ পদ্ধতি যা হাত বা পায়ের ক্ষতিগ্রস্ত হাড় লম্বা বা পুনরায় আকার দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি একটি জটিল পদ্ধতি এবং এর জন্য প্রয়োজন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন। আমরা ১২ জনের একটি টিম রাশিয়ার কুরগান অর্থোপেডিক,ট্রমা ও ইলিজারভ হাসপাতালে এসেছি এ বিষয়ে উচ্চতর ট্রেনিং নিতে। আশা করছি আমাদের এই অর্জন দেশের চিকিৎসা সেবায় বিশেষ ভূমিকা রাখবে।