মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, শূন্যেই সম্ভাবনা


দিন গড়ালেও ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না- এ নিয়ে বাংলাদেশের অনিশ্চয়তা কাটছে না। বিসিবি ভারতের ভেন্যুতে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর একাধিক আলোচনা হলেও বাস্তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো শূন্যের কোঠায় রয়ে গেছে।

১৯ জানুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি, শূন্যেই সম্ভাবনা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দিনের পর দিন আলোচনা চললেও ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ভারত সফরে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দেওয়ার পর থেকে একের পর এক বৈঠক ও যোগাযোগ হলেও বাস্তবতা অপরিবর্তিতই রয়ে গেছে।

বিসিবির পাঠানো ই-মেইলের জবাব দিয়েছে আইসিসি। এরপর হয়েছে ভিডিও মিটিং। সবশেষ শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে সরাসরি বৈঠকেও বসে বিসিবি। কিন্তু এসব আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা আগের জায়গাতেই আছে। বলা যায়, এখনো তা শূন্যের কাছাকাছি।

বর্তমানে বিসিবি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে। বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে সহআয়োজক শ্রীলংকায় আয়োজনের জন্য একাধিক প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে আইসিসির পক্ষ থেকে এসব প্রস্তাব তেমন গুরুত্ব পাচ্ছে না বলেই জানা গেছে। তবে একটি সূত্র জানিয়েছে, আইসিসি আরও একবার বিসিবিকে ই-মেইলের মাধ্যমে নিজেদের অবস্থান জানাতে পারে। এরপরই বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলবে না- এই অবস্থানে অনড় রয়েছে বিসিবি।

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি পূরণ না হলে পাকিস্তানও বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেওয়ার কথা বিবেচনা করতে পারে। ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতির সিদ্ধান্তে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বাংলাদেশের দাবি মানতে হলে টুর্নামেন্টের গ্রুপিংয়ে পরিবর্তন আনতে হবে। বর্তমানে বাংলাদেশ রয়েছে সি-গ্রুপে, যেখানে আয়ারল্যান্ডও আছে। আয়ারল্যান্ডের ম্যাচগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা। শুধু বাংলাদেশকে সি-গ্রুপে রেখে আয়ারল্যান্ডকে অন্য গ্রুপে পাঠালেই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছে বিসিবি।

তবে আয়ারল্যান্ড গ্রুপ পরিবর্তনে রাজি নয়। আইরিশ দলের সমর্থকেরা ইতোমধ্যে টিকিট কেটে ফেলেছেন। ফলে শেষ মুহূর্তে গ্রুপ অদলবদলে তারা সম্মতি দিচ্ছে না বলে জানা গেছে। এতে করে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সংকট আরও জটিল আকার ধারণ করেছে।