
ভারতের দিকে তাক করা পাকিস্তানের ১৩০ পারমাণবিক বোমা
১৪ মার্চ ২০২৫, ৯:১১ অপরাহ্ণ
আজ ১৪ই মার্চ ২০২৫ইং (১৩ই রমাদ্বান) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মিরপুর শপিং সেন্টার কনভেনশন (মিরপুর-২) হলে হাফেজে কোরআন সংবর্ধনা ও ইমাম-মুহতামিম মিলনমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়।
এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃহত্তর মিরপুরের ৬০০শত হাফেজ,কে সম্মাননা প্রদান করে এই প্রথম বাংলাদেশে এক অ্নন্য উদাহরণ স্তিতি করেন এ খালেক চ্যারিটি ফাউন্দেশনের চেয়ারম্যান জনাব আব্দুল খালেক ।
পবিত্র মাহে রমজানের আজকের এই মহতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতী আবুল বাশার নোমানী, প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন শায়েখ নেসার আহম্মেদ আন- নাছির,প্রধান আলোচক আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং সভাপতি আব্দুল খালেক ( চেয়ারম্যান এ খালেক চ্যারিটি ফাউন্দেশন।
আলোচনা অনুষ্ঠানে জনাব আব্দুল খালেক বলেন, আমি একজন ব্যাবসায়ী তারপরও কুরআনের ( হাফেজ) পাখিদের জন্য আমার মন কাঁদে সদা সর্বদা। এসময় অন্যান্য বক্তাগনও কুরআনের ( হাফেজ) পাখিদের নিয়ে অনেক মুল্যবান কথা তুলে ধরেন।
সম্মানিত হাফেজ, ইমাম ও মুহতামিমগণদের পদচারনায় মোখরিত ছিল আজকের এই হাফেজে কোরআন সংবর্ধনা ও ইমাম-মুহতামিম মিলনমেলা-২০২৫। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর মিরপুরের বিভিন্ন মসজিদের ঈমাম- খতীবগন এবং মাদ্রাসার শিশক গন ।
আজকের এই হাফেজে কোরআন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককের হাতে একটি করে জায়নামাজ তুলে দেন আয়োজকরা এবং সবশেষে ইফতার বিতরন ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।