রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ


মহানবী (স:) নিয়ে কটুক্তির প্রতিবাদে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (স:) কে নিয়ে কটুক্তি করায় পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৩০ সেপ্টেম্বর) শেষ বিকালে ওলামা-ত্বলাবা ও তাওহীদি জনতার আয়োজনে কলাপাড়া বড় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্ত্বরে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজারো ধর্মপ্রান মুসুল্লী অংশগ্রহন করেন।

এসময় তাওহীদি জনতার পক্ষে  বক্তব্য রাখেন হাফেজ মো. আল-আমিন, মাওলানা মোস্তাফিজুর রহমান ও মাহবুবুল আলম নাঈম।

বক্তারা, মহানবী (স) নিয়ে কটুক্তিকারী ভারতের উগ্র পুরোহিতের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।