জাজিরা থানার ওসি আল আমিনের রহস্যজনক মৃত্যু: মরদেহ ঝুলছিল শয়নকক্ষের জানালার সঙ্গে
সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
৯ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ অপরাহ্ণ
ছেলেদের ঠিক কোন জিনিসগুলো মেয়েদের আকৃষ্ট করে? | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
ছেলেদের ঠিক কোন জিনিসগুলো মেয়েদের আকৃষ্ট করে? নিজের প্রেমিক বা স্বামীর ব্যক্তিত্বের কোন দিকটি তাদের সব থেকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন, কারণ এক এক জনের পছন্দ এক এক রকম। ছেলেরা যেমন মেয়েদের মধ্যে কিছু গুণাগুণ খুঁজে দেখে সন্তুষ্ট হওয়ার পর তাকে লাইফ পার্টনার বানান, তেমন মেয়েরাও ছেলেদের মধ্যে কিছু জিনিস খোঁজেন, মনের মত হলে তবেই তাকে সম্মতি দেন।
কিন্তু সম্প্রতি লাইস্টাইল ইভেন্ট গ্রুপ ফেমিয়ানার দ্বারা পরিচালিত একটি সমীক্ষার ফলাফলে উঠে এসেছে একটি অদ্ভুত তথ্য। সমীক্ষাটির লক্ষ্য ছিল, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণের কয়েকটি গোপন কেন্দ্রবিন্দুকে আবিষ্কার করা, অর্থাৎ এমন কয়েকটি বিষয় পুরুষদের ব্যক্তিত্বের যে দিকগুলো অপছন্দ করার ভান করেন নারীরা, কিন্তু মনে মনে আসলে সেগুলো পছন্দই করেন। ৬৭২৯ জন নারীকে প্রশ্ন করার পর সমীক্ষার ফলাফল স্বরূপ সংস্থাটি প্রকাশ করেছে মেয়েদের এমন ২০টি ‘গোপন’ ভাললাগার কথা।
১) শান্ত স্বভাব: পুরুষদের উগ্র স্বভাব মেয়েদের একেবারেই পছন্দ নয়। কারণ, উগ্রতা মানেই রাগ। আর রাগ মানেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। তাই স্বভাবে শান্ত পুরুষ পছন্দ করে মেয়েরা।
২) হ্যান্ডসাম বা সুঠাম শরীর: যদিও প্রেম ভালোবাসার মধ্যে সৌন্দর্য বা সুঠাম শরীর কোনোটাই বিশেষ গুরুত্বপূর্ন নয়, তবে বেশিরভাগ মেয়েরা হ্যান্ডসম পুরুষ পছন্দ করেন।
৩) উচ্চ শিক্ষা: যাদের শিক্ষার অভাব রয়েছে তাদের আচরণ ও রুচির মধ্যে অনেক বৈষম্য দেখা যায়। তাই উচ্চ শিক্ষিত পুরুষ মেয়েরা পছন্দ করে, কারণ একজন রুচিশীল ও শিক্ষিত পুরুষ মার্জিত হয় ও তার থেকে অনেক কিছু শেখা যায়।
৪) চাকরি বা ব্যবসা: অর্থের প্রয়োজনীয়তা সকল সম্পর্কে প্রয়োজন। তাই পুরুষটি ভালো চাকরি করছেন কিনা বা ব্যবসা করছেন কিনা মেয়েরা দেখে।
৫) কর্তব্য পরায়ণ: ছেলেরা যদি পরিবারের প্রতি কর্তব্যপরায়ণ হয় তবে স্বামীর ধর্ম তারা সুন্দর ভাবে পালন করতে পারে।
৬) স্থিতিশীল: মন স্থিতিশীল হলে অন্য নারীর দিকে চোখ ও মন যায় না। মেয়েরা চায় তার পছন্দের পুরুষ শুধু তার জন্যেই তৈরি হোক।
৭) বন্ধু: একজন ভালো বন্ধু পেতে চায় মেয়েরা, যাকে সব কিছু বলা যায়। বিয়ের আগে হোক বা পরে , একজন পুরুষ যদি ভালো বন্ধু হতে পারে সে একটি মেয়ের সঙ্গেই সারা জীবন পার করে ফেলতে পারে।