রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
মিষ্টি এই আবহাওয়ায়

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা।


এই সমস্ত পাহাড়ি টুরিস্ট স্পটে জন অরণ্যে পা ফেলা দায়। তাছাড়াও অনেকেই এই জায়গাগুলিতে যেতে যেতে ক্লান্ত। তাই অনেকেই এমন কিছু অফ বিট পাহাড়ি জায়গার সন্ধানে থাকেন যেখানে অপেক্ষাকৃত মানুষের কোলাহল কম বা একটু অচেনা।
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা।
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা। মিষ্টি এই আবহাওয়ায় অনেকেই চাইছেন কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে কোথাও থেকে। এই সময়টাতে অনেকেরই আবার পছন্দ পাহাড়। পাহাড়ে বেড়াতে যেতে কে না ভালোবাসে। আপনিও কি পাহাড়ে ঘুড়তে যেতে ভালোবাসেন? কিন্তু পাহাড় বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং কিংবা সিকিমের ছবি।

এই সমস্ত পাহাড়ি  টুরিস্ট স্পটে জন অরণ্যে পা ফেলা দায়। তাছাড়াও অনেকেই এই জায়গাগুলিতে যেতে যেতে ক্লান্ত। তাই অনেকেই এমন কিছু অফ বিট পাহাড়ি জায়গার সন্ধানে থাকেন যেখানে অপেক্ষাকৃত মানুষের কোলাহল কম বা একটু অচেনা। কিন্তু কখনও কি এমন জায়গায় গিয়েছেন বা শুনেছেন একসঙ্গে ৭০০টা পাহাড় রয়েছে? কী শুনে চমকে গেলেন তো? কিন্তু এটা শুনতে অবাস্তব লাগলেও এটাই সত্যি।

না এটা কিন্তু এবার কোনো বিদেশ বিভুঁইয়ে নেই কিন্তু, কলকাতা থেকে খুব কাছেই একটা জায়গা রয়েছে যেখানে গেলে আপনি এমন দৃশ্য দেখার সৌভাগ্য লাভ করতে পারবেন। এখন নিশ্চিয়ই ভাবছেন যে এমন জায়গা কোথায় আছে? আপনিও যদি কৌতূহলী হয়ে থাকেন তাহলে এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

PostImage

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা।

ছবি: দার্জিলিং কিংবা সিকিমের ছবি |আজকের প্রসঙ্গ

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা। মিষ্টি এই আবহাওয়ায় অনেকেই চাইছেন কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে কোথাও থেকে। এই সময়টাতে অনেকেরই আবার পছন্দ পাহাড়। পাহাড়ে বেড়াতে যেতে কে না ভালোবাসে। আপনিও কি পাহাড়ে ঘুড়তে যেতে ভালোবাসেন? কিন্তু পাহাড় বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং কিংবা সিকিমের ছবি।

PostImage

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা। মিষ্টি এই আবহাওয়ায়

ছবি: দার্জিলিং কিংবা সিকিমের ছবি |আজকের প্রসঙ্গ

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা। মিষ্টি এই আবহাওয়ায় অনেকেই চাইছেন কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে কোথাও থেকে। এই সময়টাতে অনেকেরই আবার পছন্দ পাহাড়। পাহাড়ে বেড়াতে যেতে কে না ভালোবাসে। আপনিও কি পাহাড়ে ঘুড়তে যেতে ভালোবাসেন? কিন্তু পাহাড় বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দার্জিলিং কিংবা সিকিমের ছবি।

PostImage

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা।

ছবি: দার্জিলিং কিংবা সিকিমের ছবি |আজকের প্রসঙ্গ

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে শীতের পথচলা। মিষ্টি এই আবহাওয়ায় অনেকেই চাইছেন কয়েকটা দিনের জন্য ঘুরে আসতে কোথাও থেকে। এই সময়টাতে অনেকেরই আবার পছন্দ পাহাড়। পাহাড়ে বেড়াতে যেতে কে না ভালোবাসে। আপনিও কি পাহাড়ে ঘুড়তে যেতে ভালোবাসেন? কিন্তু পাহাড় বলতে আমাদের

সর্বশেষ খবর / আরও পড়ুন