মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

দালালমুক্ত উপায়ে ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি


২২ নভেম্বর ২০২৩, ৪:৩২ অপরাহ্ণ 

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দালাল ছাড়াই করা যায় লাইসেন্স। এতে যেমন বাচবে অর্থ, তেমনি কমবে ভোগান্তি।পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স কিংবা গাড়ির রেজিস্ট্রেশন করার কথা ভাবলেই প্রথমে মাথায় আসে- কাকে দিয়ে করাব? আরও সহজ ভাবে বললে- কোন দালাল ধরব? সরকারি ফি এত; দালালের ফি কত? দালাল ছাড়া লাইসেন্স হয় না- এ যেন অলিখিত সত্য বা নিয়মে পরিণত করে ফেলেছি আমরা।