খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
১৫ নভেম্বর ২০২৩, ১১:০১ পূর্বাহ্ণ
ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় বুবলী | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন চিত্রনায়িকা শবনম বুবলী। চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে, সন্তানের জন্ম ও বিচ্ছেদ নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি তাকে। অভিনেত্রীকে নিয়ে নিন্দুকদের কটাক্ষ যেন থামছেই না।এবার তাদের উদ্দেশে নিজের মনোভাব প্রকাশ করলেন বুবলী। বর্তমানে সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে আবারও বিতর্কের মুখে পড়েছেন বুবলী। যদিও তিনি সব অস্বীকার করেছেন।
বুবলী বলেন, ক্যারিয়ারের ক্ষতি করার জন্যই গুজব ছড়ানোর চেষ্টা করছে একটি মহল। তবে যেটাই হোক না কেন, সমালোচকদের মুখ তো আর তিনি বন্ধ করতে পারবেন না। তাই নিন্দুকদের উদ্দেশে নিজের মনোভাব জানান দিলেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ফুরফুরে মেজাজে নাচের ভঙ্গিমায় একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ওয়াইন কালার লেহেঙ্গায় নায়িকার চোখে-মুখে ছিল ব্যাপক উচ্ছ্বাস। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে চলছিল একটি গান। আর এই গানের মাধ্যমেই সমালোচকদের কটাক্ষের জবাব দেন বুবলী।
ওই ভিডিওতে চলছিল নেটদুনিয়ার ভাইরাল গান ‘তোদের জ্বলবে, আমার তাতেই চলবে’র কিছু অংশ। যেখানে শোনা যায়, হ্যাঁ, আমায় দেখে জ্বলছে যারা চাইছি তাদের বলতে। পিএনপিসি না করে তুই তোর চরকায় তেল দে। যাদের ভাবি বড্ড কাছের, আমার আপনজন, তারাই আবার করছে কাঠি। সামনে প্রিয়জন যতই করিস হিংসা তোরা, আমি বড়োই বেপরোয়া ভয়ডর নেই। যে যা বলুক, বলবে। তোদের জ্বলবে, আমার তাতেই চলবে।
বুবলী ওই ভিডিওটি পোস্ট করার পর কমেন্টবক্সেও ভক্তরা জানান, নিন্দুকদের এই গান দিয়ে জবাব দিলেন অভিনেত্রী। সঙ্গে এটাও বোঝালেন, তাকে নিয়ে নিন্দুকেরা যতোই কটাক্ষ করুক, বুবলী আছেন তার মতো করেই। সমালোচকদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। এমনকি কাউকে তিনি ভয়ও পান না।