
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
৫ নভেম্বর ২০২৩, ৬:৫০ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের ধানখালী মহের উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে অনিয়ম দুনীতির অভিযোগ উঠেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে ২১০০-২৫০০ টাকার মধ্যে সকল বিভাগের ফরম পূরণের নির্দেশনা থাকলেও অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান ও সহকারী শিক্ষক নেছার উদ্দীনের বিরুদ্ধে।
প্রধান শিক্ষক এরফান ও সহকারী শিক্ষক নেছার উদ্দীনের যোগসাজশে বোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগ শিক্ষার্থীদের।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষকের মোবাইল নং-০১৬৭৯১২৮৬--- সাথে ফোন আলাপকালে, তিনি আজকের প্রসঙ্গকে জানান, অতিরিক্ত দুই হাজার টাকা নেওয়া হচ্ছে তবে তা কোচিং বাবদ। একথা অকপটে স্বীকার করেছেন প্রধান শিক্ষক এরফান। সেসময় তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী অভিভাবকদের সম্মতিতেই অতিরিক্ত দুই হাজার টাকা নির্ধারন করেছি। এই টাকা দিতে যদি কোন শিক্ষার্থী ও অভিভাবক অসমর্থ হয় তাহলে তাকে কেবলমাত্র সরকার নির্ধারিত ফি নিয়েই ফরম পূরণ করে দেয়া হবে। কেউ দিতে না পারলে আমরা সেটা বিশেষ বিবেচনায় দেখবো। এ যাবত আমার কাছে একজন শিক্ষার্থী ফোন করেছিল, কিন্তু সে অতিরিক্ত টাকার জন্য নয়,সে কেবল একটু সময় চেয়েছে। এছাড়া আর কেউ ফোন বা কোন অভিযোগ করেনি এখন পর্যন্ত।
ভুক্তভোগী একাধিক গরীব অভিভাবক ধার-দেনা করে টাকা এনে ফরম পূরণ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্রী জানিয়েছে, স্যাররা ৫০০০ টাকা নির্ধারণ করেছেন। আমার বাবা গরীব মানুষ,তারপক্ষে এত টাকা দিয়ে ফরম পূরণ করা সম্ভব নয়। আমি মনে হয় আর পড়াশুনা করতে পারবো না। বিকালে বাবা টাকা ম্যানেজ করতে পারলে হয়ত পারব,না হলে আর পরীক্ষা দেওয়া হবেনা। 'কান্না ভেজা চোখে বাড়ি ফেরার পথে কথা হয় আজকের প্রসঙ্গের প্রতিবেদকের সাথে।'
অভিভাবক ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বোর্ডের নির্দেশনা অনুসারে ২১০০-২৫০০ টাকার মধ্যে সকল বিভাগের ফরম পূরণের সুযোগ করে দেয়ার জন্য যথাযত করতীপক্ষের সুনজর আশা করছেন শিক্ষার্থীরা।