বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


সায়েন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ, ককটেল বিষ্ফোড়ন


১৬ জুলাই ২০২৪, ৪:৫০ অপরাহ্ণ 

সায়েন্সল্যাবে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষ, ককটেল বিষ্ফোড়ন

ছবি/ সংগৃহীত |

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিষ্ফোড়নেরও খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সিটি কলেজ, আইডিয়াল কলেজ ও হামদর্দ কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারী  সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার বিরুদ্ধে স্লোগান দেন।

এ সময় ছাত্রলীগের একটি গ্রুপ লাঠিসোঠা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের দিকে তেড়ে আসলে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের  ধাওয়া দেন। এরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেয়। এতে করে রণক্ষেত্রে রূপ নেয় জায়গাটি। প্রায় আধা ঘণ্টা ধরে চলে ধাওয়া পালটা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে, আন্দোলনের ফলে ওই এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়ে ছেন ওই এলাকায় যাতায়াতরত সাধারণ মানুষ।

এমএস/এমটি/১৬/৩