
বগুড়ায় ফ্রিল্যান্সারকে অপহরনের দায়ে সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ আটক
৩১ অক্টোবর ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
সৌন্দর্য, ফ্যাশন আর লাইফস্টাইলের জন্য দারুণ জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। যে কারণে তারকাকেন্দ্রিক, ছবিভিত্তিক এই সামাজিক যোগাযোগমাধ্যম নেটিজেনদের এত প্রিয়। তাহলে দেখে নেওয়া যাক, সাদা শাড়িতে ভাইরাল প্রিয়াঙ্কা চোপড়ার ফ্যাশন নিয়ে আলোচনায় থাকা মুহূর্তগুলোর কিছু ছবি।
প্রিয়াঙ্কা চোপড়ার চিকন নেভি ব্লু বর্ডারের সাবেকি ধাঁচের মিনিমালিস্টিক সাদা ফ্লোরাল প্রিন্টের শাড়িটি আপনার কেমন লাগছে? মুম্বাইয়ের সমুদ্রপাড়ে প্রিয়াঙ্কার এই লুক অপ্রত্যাশিতভাবে রীতিমতো ‘ক্রেজ’ সৃষ্টি করেছে ইনস্টাগ্রামে।
মেরিন ড্রাইভে প্রিয়াঙ্কা চোপড়ার এই ফটোশুট ভাইরাল হতে সময় নেয়নি। এ মুহূর্তে অনলাইনে যা কিছু খোঁজা হচ্ছে, তার প্রথম দিকেই রয়েছে এই শাড়ি। শাড়িটি ফ্যাশনিস্তারা কেন এত পছন্দ করছেন? এর উত্তরে এককথায় হিন্দুস্তান টাইমস বলছে, ‘শাড়িটির সঙ্গে জুড়ে রয়েছে নস্টালজিয়া’। ফেলে আসা পুরোনো দিনের নস্টালজিয়ার ওমের খোঁজেই শাড়িটি উঠে এসেছে ট্রেন্ডে।