
নওগাঁয় কুরআনের হাফেজকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
২৬ জুলাই ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ণ
হাসি-আনন্দের কোন উপলক্ষ নেই। এটা তৈরি করে নিতে হবে। এমনই এক মজার অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারতের ব্যাঙ্গালোরের একটি আইসক্রিম চেইন শপ। কেউ নাচলে তাকে ফ্রি আইসক্রিম দেওয়ার ব্যবস্থা করেন তারা।
জুলাই মাসের তৃতীয় রবিবার সারা বিশ্বে জাতীয় আইসক্রিম দিবস পালিত হয়। এ বছর জুলাই মাসের তৃতীয় রবিবার ছিল ১৬ তারিখ।
বেঙ্গালুরুর বিখ্যাত আইসক্রিম চেইন শপ কর্নার হাউস এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। ফ্রি আইসক্রিম পেতে তাদের নিজেদের মতো করে নাচবার শর্ত দেয়া হয়েছিল। অর্থাৎ যে নিজের মতো করে নাচবে। আর দোকানের ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার সামনেই নাচতে হবে।
কর্নার হাউসের সেই অনুষ্ঠানে উৎসাহী মানুষের কমতি ছিল না। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিও অন্তত সেটিই নির্দেশ করে। ভিডিওটিতে দেখা যায়, প্রায় সব বয়সী আইসক্রিমপ্রেমীরা সেখানে এসেছে। তারা নিজেদের অদ্ভুত ভঙ্গিতে নেচেছে সেখানে। কেউ একা নেচেছে, কেউ জোড়ায় (নারী-পুরুষ) নেচেছে বলে দেখা গেছে সেই ভিডিওতে।
নাচের ভিডিও প্রতিষ্ঠানটির ক্রেতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিষয়টিকে সবাই ইতিবাচক হিসেবে নিয়েছেন। ভিডিওর নিচে তাঁরা ভালোবাসার চিহ্ন প্রদর্শন করেছেন।
নাচের ভিডিওটি কোম্পানির গ্রাহকদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছে। সবাই এটাকে ইতিবাচক হিসেবে নিয়েছে। ভিডিওর নীচে তারা ভালোবাসার চিহ্ন বা রিয়েক্ট দেখিয়েছে।
ভিডিওর মন্তব্যে এক ক্রেতা তার কলেজকালীন স্মৃতি তুলে ধরে। সে মন্তব্য করে, একদিন সে কর্নার হাউস থেকে আইসক্রিম কিনে ফিরছিল। এমন সময় আইসক্রিমটি হাত থেকে পড়ে যায়। তখন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে লোকটিকে বিনা মূল্যে আরেকটি নতুন আইসক্রিম দেয়া হয়। এই ঘটনা একটি শিশুর মতো আনন্দিত করেছিল। সেই থেকে সে গত ১১ বছর ধরে এই প্রতিষ্ঠানের আইসক্রিম নিয়মিত খাচ্ছে।