জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
১৪ অক্টোবর ২০২৩, ৬:৪৮ অপরাহ্ণ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় পক্ষিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে ' মাদ্রাসা দারুল হাদীছ আস-সালাফিয়্যার ' প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ অজিউল্যাহ সাহেবের সহযোগিতায় এতিম ও অসহায় বাচ্চাদের সুন্নাতে খৎনা ও তাঁদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণের আয়োজন করা হয়।
১৪ অক্টোবর ২০২৩ খ্রি রোজ শনিবার সকাল ৮ টায় মাদ্রাসার অফিস কক্ষে পবিত্র সিরাতুন নবী উপলক্ষে সুন্নতে খৎনার আয়োজন করা হয়।
এসময় যে সকল ছেলেদের সুন্নাতে খৎনা করা হয়েছে তাঁদের নাম ও বয়স উল্লেখ্য করা হল, মোঃ সুমন (৫) মোঃ ইমান (৪) মোঃ রুহান (৬) মোঃ রাফি (৫) মোঃ আফরাজ (৬) আবদুল হামিদ (৫) মোঃ আফনান (৬) মোঃ ইয়ামিন (৫) মোঃ আমিন (৫) মোঃ হাবিব (৬) মোঃ জুবায়েদ (৫)মোঃ সাইম (৭)।
পবিত্র সিরাতুন নবী উপলক্ষে অসহায় - এতিম, কোমলমতি বাচ্চাদের সম্পূর্ণ বিনামূল্যে সুন্নাতে খৎনা করার ফলে এলাকাবাসী অত্যন্ত খুশি এবং সেই সাথে বাচ্চাদের অভিভাবকগনও।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আমিন মিয়া বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজ সেবক, হাফেজ মোঃ অজিউল্যাহ প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসা দারুল হাদীছ আস-সালাফিয়্যাহ, এএসটি আক্তার হোসেন সাকিল প্রধান শিক্ষক, সিনিয়র সহ সাধারণ সম্পাদক, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাব ও মিডিয়া ব্যক্তিত্ব, সহ মাদ্রাসার সকল শিক্ষক বৃন্দ।