বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সর্বাধিক পঠিত


মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু


১১ এপ্রিল ২০২৪, ৫:৫১ অপরাহ্ণ 

মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুতের ছেলের মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে আজাদ আলী নামে এক মাহুতের ছেলের মৃত্যু হয়েছে। ছেলেটির নাম জাহিদ (১৭)। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মিরপুর চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মাহুত আজাদ তাঁর ছেলে জাহিদকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢোকেন। অপরিচিত মানুষ দেখে হাতিটি আক্রমণ করে। পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আজাদ আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা হন। পথে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা হন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনা লোকমুখে কর্মকর্তারা জানেন, তারপর তিনি জানেন। পরবর্তী সময়ে মাহুতের সঙ্গে তাঁর কথা হয়েছে।