রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

জমিজমা বিরুধে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত


ডেস্ক সংবাদ, আজকের প্রসঙ্গ

২৩ জুলাই ২০২৩, ৭:০২ অপরাহ্ণ 

জমিজমা বিরুধে প্রতিপক্ষের হামলায় ৩জন গুরুতর আহত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন
কুড়িগ্রামের রাজারহাটে জমা-জমি সংক্রান্ত জের ধরে হামলার ঘটনায় এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের রাজারহাট উপজেলা শাখার কার্যকরী সদস্য রেজাউল করিমসহ ৩জন গুরুতর আহত হয়েছে। 

এ ঘটনায় খাইয়রুল ইসলাম (৪২) বাদী হয়ে আশিকুর রহমান রাসেল (৪২)কে প্রধান আসামী করে আখলাকুর রহমান রিয়েল (৩৫) রোজিনা বেগম (৩০), রাহাদ মিয়া (২২)সহ অজ্ঞাত আরোও ৩ হতে ৪ জনকে আসামী করে রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

আহতরা হলেন-রেজাউল করিম (৫০) তার বৃদ্ধা মা আজিয়া বেগম (৭০), খাইরুল ইসলাম (৪২)।

অভিযোগসূত্রে জানা যায়, রাজারহাট উপজেলার উমরমজিদ ইউপির পান্তাপাড়া (বকসিপাড়া) গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের পুত্র আশিকুর রহমান রাসেল এর সঙ্গে একই গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র রেজাউল করিমের জমা-জমি সংক্রান্ত জের দীর্ঘদিন ধরে চলছিল। 

এরই সূত্র ধরে  ২২ জুলাই শনিবার ২০২৩ইং  দুপুর ২টায়  আশিকুল ইসলাম রাসেল গং  লাঠি, লোহার রড, ছোরা নিয়ে তার নিজ বাড়িতে এসে হামলা করে বলে তিনি দাবি করে। এতে খাইরুল ইসলাম ও তার বড় ভাই রেজাউল করিম প্রতিবাদ করলে  মারধর করে রেজাউল করিমসহ ৩ জনকে গুরুত্বর আহত করেছে বলে অভিযোগ করেন তারা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাজারহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় রাজারহাট থানায় খাইয়রুল ইসলাম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্ল্যেখ করা হয়, “আসামী ১। মোঃ আশিকুর রহমান রাসেল (৪২), ২। মোঃ আখলাকুর রহমান রিয়েল (৩৫) উভয় পিতা মৃত তোজাম্মেল হোসেন, ৩। মোছাঃ রোজিনা বেগম (৩০) স্বামী মোঃ আশিকুর রহমান রাসেল, সর্ব সাং পান্তাপাড়া (বকপিাড়া), ইউপিঃ ৬নং উমর মজিদ, থানাঃ রাজারহাট, ৪। মোঃ রাহাদ মিয়া (২২) পিতা মোঃ আব্দুল আজিজ, সাং কলেজ চুয়ারপাড়, থানাঃ উলিপুর, জেলাঃ সর্ব কুড়িঘামগন আমার প্রতিবেশী। আসামীদের সহিত পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ও জায়গা-জমি নিয়ে কলহ-বিবাদ, মনোমালিন্য চলিয়া আসিতেছে। আসামীগন বিভিন্ন সময় অন্যায় ভাবে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালি-গালাজ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদর্শন করে। বিষয়টি নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গগন একাধিকবার আপোষ মিমাংসার মাধ্যমে সমাধান করার চেষ্টা করিয়া ব্যর্থ হলে আসামীগন আরো হিংস্র হয়ে উঠে এবং আমাদেরকে মারপিট করার সুযোগ খুজিতে থাকে।”
লিখিত অভিযোগে আরও যুক্ত করা হয়, “২২/০৭/২০২৩ তাং দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় পূর্ব বিবাদের জের ধরিয়া ১নং আসামীর হুকুমে সকল আসামীগন হাতে লাঠি সোঠা, রড, ছোরা নিয়ে আমার বসত বাড়ীর বাহির আঙ্গিনায় অনধিকার প্রবেশ করিয়া আমাদেরকে উদ্দেশ্যে করিয়া অশ্লীল ভাষায় গালি-গালাজ করিতে থাকে। আমি প্রতিবাদ করিলে আসামীগন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে আমাকে এলোপাথারী মারপিট করিয়া হাত-পা কোমর, বুক সহ শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে। আমার শাটের পকেটে থাকা ৪৫,০০০/-টাকা ৪নং আসামী বাহির করিয়া লয়। আমার বড় ভাই মোঃ রেজাউল করিম (৫৩) আমাকে রক্ষার জন্য আগাইয়া আসিলে আসামীগন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তাকেও এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে।”
হতাহতের বিষয়ে লিখিত অভিযোগে উল্ল্যেখ করা হয়, “১নং আসামী তার হাতে থাকা ছোরা দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের মাথায় কোপ দিলে উক্ত কোপ মাথার সন্মুখে কপালের বাম দিকে লেগে গুরুত্বর কাটা রক্তাত্ব জখম প্রাপ্ত হয়। আমার বড় ভাই মাটিতে পড়ে গেলে ২নং আসামী চিরতরে শেষ করার মানসে ভাইয়ের বুকে বসিয়া দুই হাত দিয়ে গলা চাপিয়া ধরিয়া শ্বাস রোধ করার চেষ্টা করে। আমার মা মোছাঃ রাবেয়া বেওয়া আমাদেরকে রক্ষার জন্য আগাইয়া আসিলে আসামীগন লাঠি দিয়ে মাকে এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফোলা জখম করে।”

বিরোধের ঘটনাকে কেন্দ্র করে আহত পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন