খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
২৩ সেপ্টেম্বর ২০২৩, ৭:৩৬ অপরাহ্ণ
(সাবেক টুইটার)থেকে বর্তমান এক্স। পরিবর্তনের পালা বদলে এবার যোগ হচ্ছে ভিন্ন মাত্রার কিছু শর্ত। নির্দিষ্ট অনুসরণকারীর সামনে পোস্ট দেখানোর জন্য ‘সার্কেলস’নামে এই সুবিধা রয়েছে এক্সে। তবে সেটি আর থাকছে না, কেননা সেটি বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির সাপোর্ট পেজ থেকে জানানো হয়, আগামী ৩১ অক্টোবরের পর থেকে এক্সে সার্কেলস সুবিধা বন্ধ হচ্ছে।
নতুন এ ঘোষণার ফলে নভেম্বর থেকে এক্সে সার্কেলস পোস্ট দেওয়া যাবে না। কিংবা সার্কেলসে নতুন কাউকে যোগ করাও যাবে না। এক্সের সব পোস্টই তখন সবার জন্য উন্মুক্ত থাকবে অথবা শুধু অনুসরণকারীরা দেখতে পারবেন। তবে ব্যবহারকারী ব্যক্তিগত সুরক্ষার জন্য এখনো তাঁদের অ্যাকাউন্ট প্রাইভেট করে রাখতে পারবেন। আর পোস্টের ক্ষেত্রে শুধু অনুসরণকারী দেখতে পারবেন।
নতুন এ ঘোষণা বাস্তবায়নের পর আগের সার্কেলস পোস্ট সবাই দেখতে পারবেন নাকি তখনো শুধু নির্দিষ্ট অনুসরণকারীরা দেখতে পারবেন, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। আগের সার্কেলস পোস্ট সবার জন্য উন্মুক্ত করা হলে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে শঙ্কা তৈরি হবে। এক্স কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যম যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেনি।
সম্প্রতি ইলন মাস্ক মন্তব্য করেছেন এক্স ব্যবহারে সব ব্যবহারকারীকে অর্থ দিতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক আলাপচারিতায় তিনি বলেন, এক্সের বড় সমস্যা সমাধানের জন্য এ পরিবর্তন জরুরি।