বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

নরসিংদী সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব


৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৫০ অপরাহ্ণ 

নরসিংদী সরকারি কলেজে দিনব্যাপী পিঠা উৎসব
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নরসিংদী সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। আজ মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) কলেজ মাঠে এই উৎসবের আয়োজন করে কলেজ কতৃপক্ষ। উৎসব চলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

উৎসবে, ৩০ টি স্টলে অন্তত ১শ ধরণের পিঠা স্থান পায়। চিতই ও ভাপা ছাড়াও স্টলে ছিলো পানতুয়া, ঝিনুক কম্বো, পাটিসাপটা, দুধপুলি, অপরিচিতা ও পটল পিঠার মতো হারিয়ে যাওয়া পিঠার সমাহার। অপ্রচলিত ও বিলুপ্তপ্রায় পিঠার সমাহার দেখে খুশি সকল বয়সের পিঠাপ্রেমিরা।

উৎসব পরিদর্শন করেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া। পরিদর্শন শেষে ৪টি স্টলকে সেরা ঘোষণা করা হয়।