বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন


৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ 

সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

"খেলাধুলা ক্ষণে ক্ষণে, সুস্থ্য রাখে দেহ মন" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ফরহাদ হোসেন স্মৃতি ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার খঞ্জনপুর বালিকা বিদ্যালয় মাঠে আলম স্পোর্টস একাডেমির আয়োজনে শিরন্টী ইউনিয়ন আঃন্ত ওয়ার্ড ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী (ফজলু) এতে সভাপতিত্ব করেন আলম স্পোর্টস একাডেমির সভাপতি আবুবক্কার সিদ্দিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলাইমান আলী লিটন, শিরন্টী ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন, খঞ্জনপুর সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা তোফাজ্জল হোসেন আনু প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন আলম স্পোর্টস একাডেমির স্বত্বাধীকারী আবু-জাফর মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমরান হোসেন।