বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু


২ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ 

গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজবাড়ির গোয়ালন্দে জমিদারের ব্রিজ এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে গোল্ডেন লাইন কুষ্টিয়া ঘ ১১-০০৪৮ পরিবহনের ধাক্কায় এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা ১ টার সময় গোয়ালন্দ জমিদার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল আকবর মল্লিক(৪৮) রাজবাড়ি জেলার মুকুন্দিয়া গ্রামের মৃত মনছেন মল্লিকের ছেলে। তার স্ত্রী, এক ছেলে রাফি ও মেয়ে সিনথিয়া রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালন্দ গুড় বাজার এলাকায় টেইলার্সের ব্যবসা করতেন।

গোল্ডেন লাইন পরিবহনে থাকা জাকির হোসেন নামের এক যাত্রী জানান, পরিবহনের চালক একহাতে মোবাইল করছে আরেক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে খুব গতিতে। তাকে বারবার নিষেধ করছি, ভাই আপনি গাড়ি আস্তে চালান আর কান থেকে ফোনটি রাখেন। সে আমাদের কোন কথাই শুনছে না। এরই মধ্যে জমিদার ব্রিজ এলাকায় আসলে বিকট শব্দ শুনতে পাই। চালক গাড়িটি না থামিয়ে চালিয়ে আসতে থাকে, গোয়ালন্দ বাসস্ট্যান্ডে আসলে পুলিশ গাড়িটিকে আটকিয়ে দেয়। সাথে সাথে চালক ও সহকারী চালক দুজনে পালিয়ে যায়।

ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে থাকা এক পথচারী জবেদা বেগম জানান, আমি অটোর জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে রয়েছি। দেখছি ওই লোকটি গোয়ালন্দ দিক থেকে রোডের পাশ দিয়ে সাইকেল চালিয়ে আসছে। এমন সময় গোয়ালন্দ মোড়ের দিক থেকে হঠাৎ করে একটি গাড়ি এসে তাকে জোরে ধাক্কা লাগায়। সে তখনই সাইকেল নিয়ে রোডের পাশে পড়ে যায়। সে সময় আমি সহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে একটি ভ্যানে করে হসপিটালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রাজবাড়ি আলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  মো. আব্দুল হালিম বলেন, আমরা গোল্ডেন লাইন পরিবহন টিকে আটক করেছি আর চালক ও সহকারি চালক দুজনে পালিয়ে গিয়েছে। লাশটিকে পোস্টমর্টেম করার জন্য রাজবাড়ি মর্গে পাঠানো হচ্ছে।