ফরিদপুরে অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
২২ আগস্ট ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ
বলিউড কাঁপানো নায়ক শাহরুখ খান অভিনীত ‘পাঠান’র পর এবার দেশের সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ আগস্ট। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ‘কিসি কা ভাই কিসি কি জান’ছবিটি মুক্তির অনুমতি দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিনেমাটি আমদানিকারক প্রতিষ্ঠান এনইউ আহমেদ ট্রেডার্সের কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু। তিনি বলেন, গেল মে মাসে তথ্য মন্ত্রণালয়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’প্রদর্শনের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছিলাম। এরপর শুক্রবার সেন্সর পেয়েছি। রোববার পর্যন্ত সেন্সর ছাড়পত্র হাতে পাব।
ছবিটি মুক্তির বিষয়ে কামাল কিবরিয়া লিপু বলেন , সব ঠিক থাকলে ২৫ আগস্ট সিনেমাটি দেশের হলে দর্শকরা দেখতে পাবেন। ঢাকা ও রাজধানীর বাইরে একসঙ্গে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। অ্যাকশন কমেডি ধাঁচের ‘কিসি কা ভাই কিসি কি জান’নির্মাণ করেছেন ফরহাদ সামজি। এটি গেল ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পায়। এতে সুপারস্টার সালমান খানের বিপরীতে অভিনয় করেন পূজা হেগড়ে। এ ছাড়াও অভিনয় করেন ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিংসহ আরও অনেকে।