বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

পাটুরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ সেকেন্ড মাস্টারের মরদেহ উদ্ধার


২২ জানুয়ারী ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ 

পাটুরিয়ায় ফেরিডুবিতে নিখোঁজ সেকেন্ড  মাস্টারের মরদেহ উদ্ধার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটে রজনীগন্ধা ফেরিডুবির ঘটনায় নিখোঁজ সহকারী মাস্টার হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ জানুয়ারি) বিকেল চারটার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পাটুরিয়া নৌ পুলিশের ওসি মিজানুর রহমান।

পাটুরিয়া বিআইডাব্লিউটিসি'র ডিজিএম শাহ খালিদ নেওয়াজ বলেন, হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে নিখোঁজ হুমায়ুন কবিরের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ফেরিডুবির ঘটনাস্থল থেকে ১৩-১৫ কিলোমিটার দূরে থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

উল্লেখ, গত বুধবার রাতে পাটুরিয়ার ৫নং ফেরিঘাটের ২০০ মিটার অদূরে পদ্মায় ৯টি ট্রাক নিয়ে ডুবে যায় ফেরি রজনীগন্ধা। আজ সোমবার (২২ জানুয়ারি) পর্যন্ত ৫টি ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল হুমায়ুন কবির।