মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

শিশুকে যৌন নিপীড়ন মামলায় মৎস্য চাষী আটক


১৮ জানুয়ারী ২০২৪, ৫:৩৮ অপরাহ্ণ 

শিশুকে যৌন নিপীড়ন মামলায় মৎস্য চাষী আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাগেরহাটের রামপালে আট বছরের এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা ও যৌন নিপীড়নের মামলায় সরদার সিরাজুল ইসলাম (৪২) নামের মৎস্য চাষীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে উপজেলার কুমলাই এলাকা থেকে সিরাজুলকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ওই শিশুর মা বাদী হয়ে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

গ্রেফতার সিরাজুল ইসলাম রামপাল উপজেলার কুমলাই গ্রামের মৃত সামসুদ্দীন সরদারের ছেলে। এদিন দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি বিকালে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সরদার সিরাজুল ইসলাম স্থানীয় একটি মৎস্য ঘেরে নিয়ে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। মানসম্মানের ভয়ে শিশুর মা বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু শিশুর পিতা জানতে পেরে থানায় এই অভিযোগ প্রদান করেন।

রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্র বলেন, ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে মামলায় সরদার সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।