রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
অনুসন্ধানের নির্দেশ

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই


১৭ জানুয়ারী ২০২৪, ৩:৩৮ অপরাহ্ণ 

পুলিশের চাকরি করে শত কোটি টাকার মালিক দুই ভাই
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের অর্থ-বিত্ত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তা অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্ট।

গত বছরের ৬ আগস্ট এক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। প্রতিবেদনে বলা হয়, বাবার অর্থ-বিত্ত তেমন না থাকলেও দুই ভাই পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে তাদের অর্থ-সম্পত্তি। কম করে হলেও দেড় শ’ কোটি টাকার সম্পদের মালিক তারা।

এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে দুর্নীতির বিষয়-সম্পত্তির বিস্তারিত বিবরণসমৃদ্ধ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার জমা পড়েছে। অভিযোগগুলো শতভাগ দুদকের তফসিলভুক্ত হলেও রহস্যজনক কারণে মামলা হয়নি একটিও।