বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
১৫ জানুয়ারী ২০২৪, ৭:৩৭ অপরাহ্ণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ঢাকা আরিচা মহাসড়কে বাসচাপায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার (১৫ই জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকার ঢাকা আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানান গোলাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ বসু।
নিহত গকুল মনিদাস (৩৩) উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের উত্তর খল্লী এলাকার ক্ষিতিশ মনিদাসের ছেলে। তিনি সাভারের বেসরকারি বিশমাইল এলাইন্সগ্রুপের প্রডাকশন অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য মানিকগঞ্জ আসছিলেন গকুল মনিদাস।
দীর্ঘসময় বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। যাত্রীসেবা পরিবহণের একটি বাস পিছন থেকে গকুল মনিদাসকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
ওসি সুখেন্দ বসু আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।