
বগুড়ায় ফ্রিল্যান্সারকে অপহরনের দায়ে সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ আটক
১১ জানুয়ারী ২০২৪, ৬:০৬ অপরাহ্ণ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় মোলানী এলাকার আরাজী ঝাড় গাঁয়ের বাসিন্দা আবুল কালাম আজাদ (৪০) বাক প্রতিবন্ধী। আপন বলতে কেউ নেই, মানুষের সাহায্য সহযোগিতা ও টুকটাক কাজ কর্মে চালাতো নিজের ভরন পোষন।
বছর খানেক আগে রোড এক্সিডেন্টে সমস্যা হয় পায়ের। বক শিকার করার জন্য দুপুর ০১টার সময় গিয়েছিলেন পুকুর পাড়ে সেখানে বাধে বিপত্তি, পা পিছলে পড়ে যায় পুকুরে সাতার না জানায় শেষ রক্ষা হয়নি তার এমনটি জানায় স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়রা বিষটি অবগত হলে জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে জানায় বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে।
বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার প্রদীপ চন্দ্র সরকার জানায়, আমরা বিষয়টি ২.১৪ মিনিটে অবগত হই এবং ২.৩০ মিনিটে ঘটনাস্থলে পৌছায়। ঘটনা স্থলে আসার পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করি, দীর্ঘক্ষন লাশের উদ্ধার কাজ চলার পরেও লাশ খুজে না পেয়ে বিষয়টি অবগত করেন ঠাকুরগাঁও জেলা ফায়ার সার্ভিস স্টেশনে সেখান থেকে ডুবুরী দলের জন্য রংপুর ফায়ার সার্ভিস কন্টোল রুমে জানান।
ডুবুরি দল ১৩০ কি.মি পাড়ি দিয়ে ঘটনা স্থলে এসে পৌছান ৫.২০ মিনিটে, ডুবুরী দল লাশ ৬.৩০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন করে, স্থানীয়দের হাতে হস্তান্তর করে ফায়ার সার্ভিস স্টেশন বালিয়াডাঙ্গী।