মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ভোট গ্রহণ শুরু


৭ জানুয়ারী ২০২৪, ১০:৫২ পূর্বাহ্ণ 

ভোট গ্রহণ শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

জেলা প্রতিনিধি (নওগাঁ): উৎসবমুখর পরিবেশে নওগাঁয় শুরু হয়েছে ভোট গ্রহন। আজ রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। একটানা চলবে বিকেল ৪ টা পর্যন্ত। শীতের সকালে কেন্দ্রে ভোটারদের উপস্থিত কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। ভোটাররা নিবিঘ্নে কেন্দ্রে ভোট দিতে আসছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, জেলার ৫টি আসনে ভোট গ্রহণ চলছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯ জন প্রার্থী। ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন। ৬৫০ টি কেন্দ্রে ৪ হাজার ১১১ টি কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে।  জেলা পুলিশে পক্ষ থেকে ৪০৯ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ( ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নত করা হয়েছে। এসব কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহনের জন্য জেলায় নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্বে রয়েছে, পুলিশ ও আনসারসহ ৯ হাজার ৪১৪ জন, প্রতিটি আসনে ২০ জন করে র‌্যাব, ৩৮৪ জন সেনাবাহিনী এবং বিজিবি রয়েছে ১২ প্লাটুন। এছাড়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে ৩১ জন। আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহৃত রয়েছে।